Tuesday, August 12, 2025

কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হারতেই, কলকাতা থেকে সরল ডুরান্ডের একটি সেমিফাইনাল

Date:

Share post:

গতকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শিলং লাজং এফসির কাছে ২-১ গোলে হারে লাল-হলুদ। আর ইস্টবেঙ্গল হারতেই ডুরান্ড কাপের একটি সেমিফাইনাল সরল কলকাতা থেকে। রাজ্যের বর্তমান পরিস্তিতির জন্য কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে। তবে গতকাল ঘোষণা করা হয়েছিল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে ফুটবলের মক্কায়। তবে এদিন যে ডুরান্ড কর্তৃপক্ষ যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, তাতে একটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে কলকাতায়। আরেকটি সেমিফাইনাল হবে শিলং-এ। মূলত, সেমিফাইনালে ওঠা নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং দু’দলের সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডুরান্ড।

এদিন ডুরান্ডের তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচের ফলের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ের দু’টি দল যে হেতু সেমিফাইনালে মুখোমুখি তাই তাদের সমর্থকেরা আবেদন করেছিলেন, খেলা যাতে সেখানে হয়। কলকাতায় খেলা হলে অনেক কম সমর্থক যেতে পারতেন। কিন্তু শিলংয়ে খেলা হলে দু’দলের সমর্থকেরা মাঠ ভরাবেন। সমর্থকদের কথা মাথায় রেখে মাঠ বদলে দেওয়া হয়েছে। এদিকে খেলার দিনও বদলেছে। আগে ২৫ আগস্ট খেলা হওয়ার কথা ছিল। সেটি হবে ২৬ আগস্ট। অপর দিকে ২৭ আগস্ট ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। ৩১ আগস্ট ফাইনাল কলকাতাতেই হবে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার আগামী বছরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ইংল্যান্ডের বিরুদ্ধে কবে নামবেন রোহিতরা ?


spot_img

Related articles

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ভারতীয় সামগ্রীর উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রভাবে ভারতের গোটা রফতানি শিল্পই ভেঙে পড়ার মুখে। বিশ্বের বড়...

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের...

চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

মাস চারেক আগেই নিজের মৃত্যুর কথা বলে গেছিলেন ২৮ বছরের সাংবাদিক (Anas Al Sharif)। রেখে গেছিলেন বিদায় বার্তা।...

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ার পরেই মুখ্যসচিবকে তলব কমিশনের

ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিয়ে কমিশনের অভিযোগের কারণে রাজ্য সরকার পাঁচ আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল।...