গতকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শিলং লাজং এফসির কাছে ২-১ গোলে হারে লাল-হলুদ। আর ইস্টবেঙ্গল হারতেই ডুরান্ড কাপের একটি সেমিফাইনাল সরল কলকাতা থেকে। রাজ্যের বর্তমান পরিস্তিতির জন্য কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে। তবে গতকাল ঘোষণা করা হয়েছিল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে ফুটবলের মক্কায়। তবে এদিন যে ডুরান্ড কর্তৃপক্ষ যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, তাতে একটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে কলকাতায়। আরেকটি সেমিফাইনাল হবে শিলং-এ। মূলত, সেমিফাইনালে ওঠা নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং দু’দলের সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডুরান্ড।

এদিন ডুরান্ডের তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচের ফলের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ের দু’টি দল যে হেতু সেমিফাইনালে মুখোমুখি তাই তাদের সমর্থকেরা আবেদন করেছিলেন, খেলা যাতে সেখানে হয়। কলকাতায় খেলা হলে অনেক কম সমর্থক যেতে পারতেন। কিন্তু শিলংয়ে খেলা হলে দু’দলের সমর্থকেরা মাঠ ভরাবেন। সমর্থকদের কথা মাথায় রেখে মাঠ বদলে দেওয়া হয়েছে। এদিকে খেলার দিনও বদলেছে। আগে ২৫ আগস্ট খেলা হওয়ার কথা ছিল। সেটি হবে ২৬ আগস্ট। অপর দিকে ২৭ আগস্ট ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। ৩১ আগস্ট ফাইনাল কলকাতাতেই হবে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার আগামী বছরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ইংল্যান্ডের বিরুদ্ধে কবে নামবেন রোহিতরা ?
