Sunday, August 24, 2025

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।দিকে দিকে ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন মানুষ।ইতিমধ্যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে।এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।তার সাফ কথা,‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না, তাদের জন্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার একটি পোস্ট করেছেন কুণাল।তিনি লিখেছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। এরপই কুণালের কটাক্ষ, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।তার স্পষ্ট কথা, আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।

আসলে আরজি কর কাণ্ডের পর রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে।সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই আবহে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথাও উঠেছে নানা মাধ্যমে।এমনকী পুজো অনুদান ফেরতের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ক্লাব। সমাজমাধ্যমে এমন সমালোচনাও হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’-র মতো নারীকল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ? প্রথম প্রসঙ্গটি বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা।এর পরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা।এই বিষয়টিকেই ‘কুরাজনীতি’ বলে উল্লেখ করেছেন কুণাল। তার স্পষ্ট বক্তব্য, যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না, তাঁরা যাতে তা ফেরত দিতে পারেন, সেই ব্যবস্থা করা দরকার।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version