Thursday, November 6, 2025

‘লক্ষ্মীর ভাণ্ডার’ না নিতে চাইলে ফেরতের ব্যবস্থা করা হোক: কুণাল

Date:

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।দিকে দিকে ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন মানুষ।ইতিমধ্যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে।এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।তার সাফ কথা,‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না, তাদের জন্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার একটি পোস্ট করেছেন কুণাল।তিনি লিখেছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। এরপই কুণালের কটাক্ষ, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।তার স্পষ্ট কথা, আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।

আসলে আরজি কর কাণ্ডের পর রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে।সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই আবহে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথাও উঠেছে নানা মাধ্যমে।এমনকী পুজো অনুদান ফেরতের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ক্লাব। সমাজমাধ্যমে এমন সমালোচনাও হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’-র মতো নারীকল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ? প্রথম প্রসঙ্গটি বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা।এর পরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা।এই বিষয়টিকেই ‘কুরাজনীতি’ বলে উল্লেখ করেছেন কুণাল। তার স্পষ্ট বক্তব্য, যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না, তাঁরা যাতে তা ফেরত দিতে পারেন, সেই ব্যবস্থা করা দরকার।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version