Wednesday, August 20, 2025

মণিপুরে মুখ ফেরানো মোদি ইউক্রেনে, জেলেনস্কিকে শুধুই দুঃখ সহ্য করার সাহস

Date:

নিজের দেশে যখন বারবার নির্যাতিতারা বিচার চেয়েছেন, তখন বেপাত্তা ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ ইউক্রেনের যুদ্ধে সমব্যথী হয় সোজা জেলেনস্কির পাশে মোদি। যদিও গত মাসেই তিনি ইউক্রেনের শত্রুপক্ষ পুতিনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। তবে জেলেনস্কির কাঁধে হাত রেখে দুঃখ জয়ের শক্তি ছাড়া কোনও বার্তা নেই মোদির।

শুক্রবারই পোল্যান্ড থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিবহন সমস্যায় তিনি ট্রেন পথেই কিভে পৌঁছান। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন। এরপর কিভের মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, বাপুর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে ও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।

এরপর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে দেখা করেন শহীদস্মৃতি তর্পণের এলাকায়। সেখানে জেলেনস্কির কাঁধে হাত রেখে শোকপ্রকাশ করতে দেখা যায় মোদিকে। সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে মোদির ইউক্রেন সফরের আগে কটাক্ষ করা হয়েছিল। যে মোদি দেশের মণিপুরের বিপর্যয়ে একবারও যায়নি, তাঁর পদক্ষেপ নিয়ে কটাক্ষ করা হয়। এমনকি ইউক্রেন যুদ্ধ থামাতে পারা মোদির বিরুদ্ধে পেপার লিক কেলেঙ্কারি নিয়ে ও সরব হয় কংগ্রেস।

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরে মোদির পোস্ট, যুদ্ধের ক্ষত মূলত ইউক্রেনের ছোটদের জীবন দুর্বিসহ করে দিয়েছে। প্রার্থনা করি যেন তাঁরা এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি সংগ্রহ করতে পারে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version