Tuesday, November 4, 2025

নাবালিকাকে জোর করে মদ খাইয়ে ধর্ষনের ভিডিও! এবার কোন রাজ্যে?

Date:

এবার ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দুই বন্ধুর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেফতার করেছে। তাদের একজনের বয়স ১৬, অন্যজনের ১৭। অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে নির্যাতিতাকে জোর করে মদ্য পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর অভিযোগ, ব্ল্যাকমেল করার জন্য গোটা ধর্ষনের ঘটনার ভিডিও করে দুই অভিযুক্ত। হয়েছে। জানা গিয়েছে, ঘটনা বেশ কয়েক মাস আগের। কিন্তু নির্যাতিতা কিশোরী ভয়ে ও লজ্জায় বাড়িতে জানাতে পারেনি। ঘটনা পুনের (Pune)।

সম্প্রতি, ঘটনাটি বাড়ির লোককে জানায় ওই নাবালিকা। তারপরেই নিগৃহীতার বাবা পুনের (Pune) একটি থানায় এফআইআর নথিভুক্ত করেন। তদন্তকারী পুলিশ অফিসার জানান, “নির্যাতিতা এবং চারজন নাবালক অভিযুক্তরা বন্ধু। আমরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই নাবালককে আটক করেছি। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয় এবং বর্তমানে পর্যবেক্ষণ হোমে রাখা হয়েছে। একজন মেয়েকেও এই অভিযোগে আটক করা হয়েছে।”

নির্যাতিতার বাবার এফআইআর অনুসারে, তার মেয়েকে প্রথমে ১৭ বছর বয়সী ছেলে ধর্ষণ করেছিল। পরে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা মেয়েটি নির্যাতিতেকে ওই ছেলের বাড়িতে যেতে বাধ্য করে বলে অভিযোগ। তার বাড়িতে, মেয়েটিই নির্যাতিতাকে মদ্যপান করতে বাধ্য করে। এরপরে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ এবং মোবাইল ফোনে গোটা ঘটনার রেকর্ডও করা হয়েছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 376 (ধর্ষণ), 363 (অপহরণ), 328 (অপরাধ করার অভিপ্রায়ে বিষ বা অন্যান্য পদার্থ দিয়ে ক্ষতি করে) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌনতা থেকে শিশুদের সুরক্ষার প্রাসঙ্গিক বিধানের অধীনে অপরাধ (POCSO) আইনে মামলা করেছে।

আরও পড়ুন:টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, উত্তাল ডবল ইঞ্জিন অসম, বনধের ডাক পড়ুয়াদের

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version