Friday, August 22, 2025

‘বিচার চাই’, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা

Date:

সুপ্রিম নির্দেশের পরেও কাজে ফিরলেন না আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College and Hospital) আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের স্পষ্ট দাবি দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত কর্ম বিরতি উঠবে না। এক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাঁরা বলেন আজ সিবিআই (CBI) দফতরে গিয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পর কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) বেঞ্চে বৃহস্পতিবার আর জি কর মামলার দ্বিতীয় শুনানি ছিল। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছে শীর্ষ আদালত। AIIMS-এর তরফে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গের ছবিটার এতটুকু বদল হলো না।

শীর্ষ আদালতের উপর ভরসা রেখে শুধু দিল্লি AIIMS নয়, মুম্বই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসক সংগঠন বৃহস্পতিবার কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বাংলায় আন্দোলন চলছে। প্রধান বিচারপতি ডাক্তারদের নিরাপত্তার একটি নজর দেওয়ার জন্য টাস্ক ফোর্স এবং প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে। অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে পোর্টাল। পাশাপাশি কর্মবিরতির জন্য কোনও ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে সুপ্রিম আদালত (SC) । এরপর বৃহস্পতিবার রাতে কলকাতায় ডাক্তারদের জেনারেল বডি বৈঠক (GB meeting) হয়। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত সুবিচার হবে না। এই আপাতত কাজে ফেরার প্রশ্নই উঠছে না। গত ৯ অগস্ট থেকেআর জি করে মৃত চিকিৎসকের সুবিচার এবং দেশ জুড়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক এবং কর্মচারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আর জি করের মামলা শুনছে সুপ্রিম কোর্ট। শুনানির দ্বিতীয় দিনে চারপতি বলেন, ‘‘দয়া করে আমাদের উপর ভরসা রাখুন এবং কাজে ফিরুন।’’ এর পরেই পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য রাজ্যের একাধিক চিকিৎসক সংগঠন কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করে।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version