Tuesday, November 4, 2025

মোদির সফরের আগেই লাগাতার ড্রোন হামলা! রাশিয়াকে ‘সবক’ শেখাল ইউক্রেন

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইউক্রেন (Ukraine) সফরের ঠিক আগের রাত থেকে দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার (Russia)। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। তবে ভলোদিমির জেলেনেস্কির বায়ুসেনার দাবি, ইতিমধ্যে রাশিয়ার ওই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালেই পোল্যান্ড থেকে রেলে চড়ে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদি। তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে কমপক্ষে ১৬টি ড্রোন হামলা রাশিয়া চালিয়েছে বলে অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর।

ইউক্রেন সেনাবাহিনীর অভিযোগ, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংস করে নামিয়েছে। জেলেনেস্কি বাহিনীর বিবৃতিতে দাবি, রাশিয়ার ড্রোনগুলির কয়েকটির মুখ ছিল কিভের দিকে। সময় গড়ালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তার কোনও হিসাব মেলেনি। যুদ্ধ থামা তো দূর, এবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে রাশিয়ার হামলার ঘটনা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বুধবার মস্কোয় ড্রোন হানাদারি চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য ছিল ইউক্রেনের। মনে করা হচ্ছে, পাল্টা ড্রোন হামলা চালিয়ে পুতিনবাহিনী জবাব দিতে চেয়েছিল জেলেনেস্কিবাহিনীকে। সেকারণেই লাগাতার ড্রোন হামলা। এদিকে শুক্রবার দুপুরে কিভেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকে জারি রয়েছে লড়াই। তবে রাশিয়ার লাগাতার হামলার মুখে পড়ে গত কয়েকমাস ধরে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version