Monday, November 3, 2025

মোদির সফরের আগেই লাগাতার ড্রোন হামলা! রাশিয়াকে ‘সবক’ শেখাল ইউক্রেন

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইউক্রেন (Ukraine) সফরের ঠিক আগের রাত থেকে দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার (Russia)। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। তবে ভলোদিমির জেলেনেস্কির বায়ুসেনার দাবি, ইতিমধ্যে রাশিয়ার ওই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালেই পোল্যান্ড থেকে রেলে চড়ে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদি। তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে কমপক্ষে ১৬টি ড্রোন হামলা রাশিয়া চালিয়েছে বলে অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর।

ইউক্রেন সেনাবাহিনীর অভিযোগ, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংস করে নামিয়েছে। জেলেনেস্কি বাহিনীর বিবৃতিতে দাবি, রাশিয়ার ড্রোনগুলির কয়েকটির মুখ ছিল কিভের দিকে। সময় গড়ালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তার কোনও হিসাব মেলেনি। যুদ্ধ থামা তো দূর, এবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে রাশিয়ার হামলার ঘটনা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বুধবার মস্কোয় ড্রোন হানাদারি চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য ছিল ইউক্রেনের। মনে করা হচ্ছে, পাল্টা ড্রোন হামলা চালিয়ে পুতিনবাহিনী জবাব দিতে চেয়েছিল জেলেনেস্কিবাহিনীকে। সেকারণেই লাগাতার ড্রোন হামলা। এদিকে শুক্রবার দুপুরে কিভেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকে জারি রয়েছে লড়াই। তবে রাশিয়ার লাগাতার হামলার মুখে পড়ে গত কয়েকমাস ধরে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version