Sunday, May 4, 2025

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইউক্রেন (Ukraine) সফরের ঠিক আগের রাত থেকে দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার (Russia)। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। তবে ভলোদিমির জেলেনেস্কির বায়ুসেনার দাবি, ইতিমধ্যে রাশিয়ার ওই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালেই পোল্যান্ড থেকে রেলে চড়ে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদি। তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে কমপক্ষে ১৬টি ড্রোন হামলা রাশিয়া চালিয়েছে বলে অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর।

ইউক্রেন সেনাবাহিনীর অভিযোগ, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংস করে নামিয়েছে। জেলেনেস্কি বাহিনীর বিবৃতিতে দাবি, রাশিয়ার ড্রোনগুলির কয়েকটির মুখ ছিল কিভের দিকে। সময় গড়ালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তার কোনও হিসাব মেলেনি। যুদ্ধ থামা তো দূর, এবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে রাশিয়ার হামলার ঘটনা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বুধবার মস্কোয় ড্রোন হানাদারি চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য ছিল ইউক্রেনের। মনে করা হচ্ছে, পাল্টা ড্রোন হামলা চালিয়ে পুতিনবাহিনী জবাব দিতে চেয়েছিল জেলেনেস্কিবাহিনীকে। সেকারণেই লাগাতার ড্রোন হামলা। এদিকে শুক্রবার দুপুরে কিভেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকে জারি রয়েছে লড়াই। তবে রাশিয়ার লাগাতার হামলার মুখে পড়ে গত কয়েকমাস ধরে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version