Thursday, November 6, 2025

মোদির সফরের আগেই লাগাতার ড্রোন হামলা! রাশিয়াকে ‘সবক’ শেখাল ইউক্রেন

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইউক্রেন (Ukraine) সফরের ঠিক আগের রাত থেকে দফায় দফায় ড্রোন হামলা রাশিয়ার (Russia)। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। তবে ভলোদিমির জেলেনেস্কির বায়ুসেনার দাবি, ইতিমধ্যে রাশিয়ার ওই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালেই পোল্যান্ড থেকে রেলে চড়ে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদি। তার আগে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে কমপক্ষে ১৬টি ড্রোন হামলা রাশিয়া চালিয়েছে বলে অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর।

ইউক্রেন সেনাবাহিনীর অভিযোগ, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংস করে নামিয়েছে। জেলেনেস্কি বাহিনীর বিবৃতিতে দাবি, রাশিয়ার ড্রোনগুলির কয়েকটির মুখ ছিল কিভের দিকে। সময় গড়ালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তার কোনও হিসাব মেলেনি। যুদ্ধ থামা তো দূর, এবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকালে রাশিয়ার হামলার ঘটনা ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বুধবার মস্কোয় ড্রোন হানাদারি চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি ছিল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য ছিল ইউক্রেনের। মনে করা হচ্ছে, পাল্টা ড্রোন হামলা চালিয়ে পুতিনবাহিনী জবাব দিতে চেয়েছিল জেলেনেস্কিবাহিনীকে। সেকারণেই লাগাতার ড্রোন হামলা। এদিকে শুক্রবার দুপুরে কিভেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকে জারি রয়েছে লড়াই। তবে রাশিয়ার লাগাতার হামলার মুখে পড়ে গত কয়েকমাস ধরে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version