UPS: নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র! কী কী সুবিধে পাবেন কর্মচারীরা?

নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র। নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। পুরানো পেনশন নীতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন নয়া এই প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শনিবার নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।

প্রসঙ্গত, কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরাকারি কর্মচারীদের দুটি পেনশন প্রকল্পের সুযোগ দেওয়া হবে। একটি হল ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হল ইউনাইটেড পেনশন স্কিম। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছেন তাদেরও ইউনাইটেড পেনশন স্কিমের সুযোগ দেওয়া হবে।

কী রয়েছে কেন্দ্রের ইউনাইটেড পেনশন স্কিমে?

শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের ৫০% পেনশনের গ্যারান্টি।

যদি কোনো কর্মচারী কমপক্ষে ২৫ বছর পর্যন্ত কাজ করে, তাহলে অবসরের আগে শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে।

যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ৬০ শতাংশ তার পরিবারের কাছে যাবে।

যদি ১০ বছর পর চাকরি ছেড়ে দেন, তাহলে ১০ হাজার টাকা পেনশন পাবেন।

আরও পড়ুন- রিলে নয় রিয়েলে, অ্যাপ ক্যাব দুর্ঘটনায় আহত সাহেব ভট্টাচার্য

 

Previous articleরিলে নয় রিয়েলে, অ্যাপ ক্যাব দুর্ঘটনায় আহত সাহেব ভট্টাচার্য
Next article‘গোল্ডেন গোল্ডিং’, উৎপল সিনহার কলম