আরজি করে ভাঙচুরের ঘটনায় লালবাজারে তলব, হাজিরা দিতে প্রতিবাদ মিছিল বামেদের

স্বাধীনতার মধ্যরাতে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)ভাঙচুরের ঘটনায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ (Meenakshi Mukherjee)সাত জন বাম নেতা-কর্মীকে নোটিশ দিয়েছিল লালবাজার। সেই তলবের বিরুদ্ধে প্রতীকী গণহাজিরা দেওয়ার নামে বৃষ্টিভেজা রাস্তায় প্রতিবাদ বামেদের। শনিবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। ছিলেন মীনাক্ষি, দিপ্সিতা, সায়ন, সব্যসাচী-সহ অনেকেই।

আইনজীবীকে সঙ্গে নিয়েই এদিন লালবাজারে যান ৭ বাম নেতা-কর্মী। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট ‘মেয়েদের রাত দখলে’র কর্মসূচির মধ্যেই মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুম ভাঙার পাশাপাশি হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। সেই সময় ভাইরাল হওয়া প্রায় সব ছবিতেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গেছিল। তার ভিত্তিতেই তলব। পুলিশ অবশ্য ব্যারিকেড করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অনেকটা আগেই মিছিল আটকে দেয়।


Previous articleবিরাট-রোহিত-ধোনির সই করা ব্যাট-গ্লাভস নিলামে, দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষম শিশুদের পাশে রাহুল
Next article”আরজি কর করে দেব”, দুই ছাত্রীদের হুমকি অটোচালকের! তারপর যা হল…