R G Kar Case: হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই CBI-কে যাবতীয় নথি হস্তান্তর রাজ্যের 

আর জি কর-কাণ্ডে (R G Kar) দোষীদের কড়া শাস্তির দাবিতে প্রথম থেকেই তৎপর রাজ্য। প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে সিবিআই (CBI) তদন্তে সবরকম সাহায্য করবে রাজ্য। সেইমতো কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ মেনে শনিবার সকাল নির্ধারিত সময়ের আগেই আরজি কর মামলা সংক্রান্ত সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করল রাজ্য। এদিন সকাল সাড়ে নটার মধ্যেই সিজিও কমপ্লেক্সে (CGO complex) রাজ্য সরকারের গঠন করা সিট (SIT) যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করে।

 

সূত্রের খবর, আর জি করে ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আর্থিক তছরুপ, ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারির মতো অভিযোগের তদন্তে বাধা রইল না সিবিআইয়ের। যদিও সিবিআই-র তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। এদিকে শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরজি কর হাসপাতালের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন সিবিআইকে। পাশাপাশি শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি। তবে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সমস্ত নথি সিবিআই-র হাতে তুলে দিল রাজ্য সরকারের গঠন করা সিট।

তবে পর্যবেক্ষকদের মতে, কলকাতা হাইকোর্টের এমন সিদ্ধান্তে আরও বিপাকে পড়লেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে অন্ধকারে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে।