Tuesday, November 4, 2025

শনিবারও রাজ্যের একাধিক প্রান্তে ভারী বৃষ্টি! সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

শনিবার কলকাতা (Kolkata)-সহ দক্ষিণের সব ক’টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নয়া ঘূর্ণাবর্ত। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার সকাল থেকেই রাজ্যের একাধিক প্রান্তে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তবে হাওয়া অফিস এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।


তবে শুধু শনিবার নয় রবিবারও কলকাতায় বৃষ্টি হবে বলে খবর। শনিবারের তুলনায় কম হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে খবর। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে, আগামী সোমবার পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস‌। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে আরও সরবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রবিবার পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে। সেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version