Tuesday, November 4, 2025

রাজপথে ‘বিচার’ দাবি করা বামেদের ইস্তাহারেই উল্টো কথা! ধুয়ে দিল তৃণমূল

Date:

আর জি কর ইস্যুকে হাতিয়ার করে রাম-বাম একজোট হয়ে রাজনীতির রং লাগিয়েছে সাধারণ মানুষের বিচারের দাবিকে। সিবিআই-এর কাছে সঠিক বিচার চেয়ে যেখানে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে চরম শাস্তির বিধান আনার দাবিও জানিয়েছেন। সেখানে বামেরা শুধুই শহরের রাস্তা গরম করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তৃণমূল বা রাজ্যের প্রশাসনের সঙ্গে একসুর হয়ে ধর্ষকদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে পারবেন না বামেরা, তা তাঁদের লোকসভার ইস্তাহারেই প্রমাণ পাওয়া যায়, দাবি তৃণমূলের। সেখানেই ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতার নীতি নিয়েছিলেন বামেরা, কটাক্ষ প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের।

আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার প্রথম থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একধাপ এগিয়ে খুনি-ধর্ষকদের এনকাউন্টারের পক্ষে সুর চড়িয়েছিলেন। দেশের একাধিক রাজনৈতিক দলও এই ঘটনার পরে কেন্দ্রের তরফে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে কঠিনতম শাস্তির পক্ষে দাবি জানিয়েছিলেন। সেখানেই সিপিআইএমের ইস্তাহার দাবি করেছে মৃত্যুদণ্ডের ধারা রদের পক্ষে।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে ২০২৪ লোকসভা নির্বাচনের সিপিআইএমের ইস্তাহার তুলে ধরেন। ইস্তাহারে তুলে ধরা হয়েছিল, সংবিধান সংশোধনের জন্য বামেদের পক্ষে যে সব প্রস্তাবনা করা হবে। সেখানে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ডের ধারা রদ করার প্রস্তাব। যে বামেরা বিচার চেয়ে রাজপথ গরম করছেন, সেই বামেদের নীতিগত দ্বিচারিতাকে স্পষ্ট করেছে তাদেরই ইস্তাহার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version