Monday, August 25, 2025

আর জি কর (RG Kar Medical College and Hospital) নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখন কেন প্রধানমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিল এনে ভারতবর্ষের আইনে বদল আনছেন না? আর্টিস্ট ফোরামের (Artist Forum) গণ অবস্থান মঞ্চ থেকে ঠিক এই প্রশ্নই তুললেন সাংসদ অভিনেতা দেব (Dev)। কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুতে গর্জে উঠেছে মানুষ। দিকে দিকে বাড়ছে প্রতিবাদ আর দোষীর শাস্তির দাবি। বঙ্গবাসীর স্লোগানে শুধুই ‘বিচার চাই’ ধ্বনিত হচ্ছে। কিন্তু সবাই যখন সোচ্চার, তখন কেন নীরব অভিনেতা দেব (Dev), সমাজমাধ্যমে ধেয়ে এসেছিল কটাক্ষ। সদ্য বিদেশ থেকে ফিরেই ফোরামের প্রতিবাদী মঞ্চে উপস্থিত হয়ে টলিউডের ‘প্রধান’ জানিয়ে দেন, স্যোশাল মিডিয়া কী বলল তার উত্তর দিতে তিনি প্রতিবাদ করছেন না। দেবের (Dev) কথায়, “শুধু কি আরজি কর? গত ১৪ দিনে সারা দেশে একের পর এক ধর্ষণ ঘটে গিয়েছে। দেশ জুড়ে এত প্রতিবাদ চলছে তবু কারও মনে কোনও ভয় নেই! কিছুই করতে পারছি না আমরা? এই সময় আমাদের সকলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয় যারা দোষীদের আড়াল করবার চেষ্টা করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

শনিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় দেবের (Dev) মুখে আইন বদলের দাবি। তিনি বলেন, যে প্রধানমন্ত্রী রাতারাতি নোটবন্দি করতে পারেন, ৩৭০ ধারা বিলোপ করেন, নিজেদের স্বার্থে ইডির নিয়ম বদলাতে পারেন, সেই প্রধানমন্ত্রীই কেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির আইন আনছেন না। এই প্রসঙ্গেই সাংসদ অভিনেতা বলেন, ” কেউ যদি বলে আমি এই কথা বলে রাজনীতি করছি, তাহলে এগারো বছরে প্রথমবার রাজনৈতিক মন্তব্য করলাম। ” দেবের কথায় উঠে আসে হাথরাস, আশারাম বাপু, রামরহিমের কথা। উঠে আসে বিলকিস বানুর ধর্ষণ প্রসঙ্গ। তিনি প্রশ্ন করেন, “কী করে দোষী সাব্যস্ত হওয়ার পরও সংশোধনাগারের বাইরে ঘুরে বেড়াচ্ছে এরা? কেন ছাড় দেওয়া হচ্ছে শাস্তির ক্ষেত্রে?” নবান্ন অভিযানের প্রশ্ন উঠতেই উষ্মা প্রকাশ করে ঘাটালের তারকা সাংসদ বলেন, ‘একটা অরাজনৈতিক আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। কারণ মানুষ এক হতে চাইলেও পলিটিশিয়ানরা এক হতে দেবেন না। বাঙালি একাই একশো হলেও, একশো বাঙালি কি এক হতে পেরেছেন?’ প্রশ্ন টালিগঞ্জের খোকাবাবুর।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version