আরজি করের আর্থিক দু.র্নীতির তদন্তে ফের  ভুল ঠিকানায় সিবিআই!  

সিবিআই প্রায় ১ ঘণ্টা ধরে পরীক্ষা করে বিভিন্ন কাগজপত্র

এমনও হয়।এক জায়গায় হানা দিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছল অন্য জায়গায়। যার বাড়িতে ভুল করে গেল, চক্ষু ছানাবড়া!ঘটনার সূত্রপাত রবিবার সকালে। হঠাৎ বেজে ওঠে হুগলির হাটগাছার বাসিন্দা মদন ঘোড়ুইয়ের কলিং বেল। দরজা খুলে তিনি দেখেন বাইরে দাঁড়িয়ে একাধিক সিবিআই আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সারিসারি গাড়ি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তল্লাশি চালানো হবে। তা শুনে হতভম্ব হয়ে যান মদনবাবু ও তাঁর পরিবারের সদস্যরা। তিনি তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে মিছিলে অংশ নিয়েছিলেন তাই কি এই ‘মিথ্যে কোপ’? এরপরে সিবিআই প্রায় ১ ঘণ্টা ধরে পরীক্ষা করে বিভিন্ন কাগজপত্র। অবশেষে ভুল ভাঙে। দেখা যায়, যাওয়ার কথা ছিল ‘মা তারা ট্রেডার্স’-এ। কিন্তু ভুলে চলে এসেছে ‘মা তারা বিল্ডার্স’-এ।এই ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসেন সিবিআই আধিকারিকরা।

এই প্রসঙ্গে মদনবাবু বলেন, ওরা আমার ব্যবসার কাগজ দেখতে চেয়েছিল। সব দেখালে বুঝতে পারে ওদের যাওয়ার কথা ছিল ট্রেডার্সে আর চলে এসেছে বিল্ডার্সে । তিনি বলেন, আমি ওষুধ বা চিকিৎসা সম্পর্কিত কোনও ব্যবসা করি না।অবশ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘ঠিকানা বিভ্রাট’ এই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসে ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে এসে ঠিকানা ভুল করে একের বদলে অন্য লোকের বাড়িতে গিয়ে ক্যানসার আক্রান্ত রোগীকে ভয় পাইয়ে দিয়েছিল ইডি। চন্দননগরের হরিদ্রাডাঙার সন্দীপ সাধুখাঁর বাড়িতে হানা দিতে গিয়ে চলে গিয়েছিল চুঁচুড়ার ময়নাডাঙার সন্দীপ কুমার সাধুখাঁর বাড়িতে।

 

Previous articleশেষ হল পলিগ্রাফ টেস্ট, সঞ্জয়ের থেকে তথ্য নিয়ে ফিরল সিবিআই
Next articleবিরোধীদের বাক সংযমী হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর