নজরে নিরাপত্তা! নবান্ন অভিযানের দিন NET পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাজ্য পুলিশের 

নবান্ন (Nabanna) অভিযান নয় মঙ্গলবার ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বদ্ধপরিকর পুলিশ (Police)। রবিবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট রাজ্য পুলিশের (West Bengal Police)। মঙ্গলবার আরজি কর-কাণ্ডে নবান্ন অভিযানের ডাক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। ছাত্র সমাজের আড়ালে শহরকে অশান্ত করার ছক বিজেপির (BJP)। তবে ওই একই দিনে রয়েছে ইউজিসি নেট পরীক্ষা। এদিন রাজ্য পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশবাহিনী।

তবে পরীক্ষার দিন জোর করে অশান্তি পাকানোর কারণেই এমন পরিকল্পনা বলে সূত্রের খবর। ইতিমধ্যে ছাত্র সমাজের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। গত ১৮ জুন ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় পরের দিনই তা বাতিল করে দেওয়া হয়। এরপরই পরীক্ষার্থীদের কথা বিচার করে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার ২৬ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি থাকায় ২৭ অগাস্ট মঙ্গলবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ওই একই দিনে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-র নবান্ন অভিযান ঘিরে শুরু জটিলতা।

নবান্ন অভিযানে পুলিশের অনুমতি না নেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু রাজ্য এই অভিযানে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে। কিন্তু মঙ্গলবার নবান্ন অভিযানের কারণে পরীক্ষার্থীদের মনে সংশয় তৈরি হলেও এবার তাদের পাশেই দাঁড়ালো রাজ্য পুলিশ।