Sunday, November 2, 2025

অ্যাপে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ! গ্রেফতার টেলিগ্রামের প্রতিষ্ঠাতা

Date:

গ্রেফতার (Arrest) টেলিগ্রাম (Telegram) মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ (Pavel Durov)। শনিবার সন্ধ্যায় তাঁকে ফ্রান্সের (France) প্যারিসের লে বোর্গেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, শনিবার ব্যক্তিগত জেটে আজারবাইজানে যাচ্ছিলেন দুরভ। তখনই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। টেলিগ্রামে মডারেটরের অভাব সংক্রান্ত একটি মামলায় টেলিগ্রামের সিইওকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মডারেটরের অভাবের কারণে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপ চলছে। সেই কারণেই এমন পদক্ষেপ। তবে আচমকা টেলিগ্রামের সিইওকে গ্রেফতারের পর শুরু হয়েছে জল্পনা। রবিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।


পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় উত্তর ফ্রান্সের লো বোর্গেট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পাভেলকে নিজেদের হেফাজতে নেয় ফ্রান্সের পুলিশ। টেলিগ্ৰামের কর্ণধার পাভেল আজারবাইজানের বাকু থেকে ফ্রান্সে এসেছিলেন বলে সূত্রের খবর। গোপন সূত্রে সেই খবর কানে আসতেই তৎপর হয় পুলিশ। এরপর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপে অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে ব্যর্থ পাভেল। সেই কারণে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভ ২০১৩ সালে তাঁর ভাইয়ের সঙ্গে মিলে টেলিগ্রাম শুরু করেছিলেন। এরপর আচমকাই রাশিয়ার সরকার তাঁদের অ্যাপে বিরোধী দলগুলির কমিউনিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও টেলিগ্রাম এই নির্দেশ মেনে নেয়নি। এরপর ২০১৪ সালে তিনি রাশিয়া ছাড়েন। রাশিয়া থেকে সোজা দুবাইয়ে চলে যান। সেখান থেকেই অ্যাপ পরিচালনা করতেন তিনি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version