Friday, October 31, 2025

শেষ গাড়ির তেল, মেলেনি পানীয় জল! বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন! চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে প্রাণ হারালেন এক ভারতীয় যুবক (Indian Boy)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সৌদি আরবের (Saudi Arabia) রাব আলি খালি মরুভূমিতে সহকর্মীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তেলেঙ্গানার (Telengana ) করিমপুরের বাসিন্দা মহম্মদ শাহজাদ খান। গত ৩ বছর ধরে কর্মসূত্রে সোলিং আরবে থাকতেন ওই ভারতীয় যুবক। তবে শুধু শাহজাদ নন সুদানের বাসিন্দা তাঁর সহকর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইতিমধ্যে দুজনের দেহই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বলে খবর।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন শাহজাদ ও তাঁর সহকর্মী। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বলে পরিচিত। মরুভূমিতে ঘুরতে গিয়ে আচমকাই মোবাইলের জিপিএস সিগন্যাল কাজ না করায় ঘটে যায় বিপদ। কোথায় আছেন বুঝতে না পেরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভ্রান্তের মতো হেঁটে বেড়ালেও পথের সন্ধান মেলেনি। অন্যদিকে, মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি শাহাজাদ ও তাঁর সহকর্মী। এসব তবুও ঠিক ছিল। কিন্তু বিপদ বাড়ে যখন তাঁরা দুজনেই দেখেন তাঁদের গাড়ির তেলের ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। হাজার চেষ্টা করলেও ভয়ঙ্কর অঞ্চল থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাননি তাঁরা।

একেই রোদের তীব্র দাবদাহ, তার উপর রাস্তা হারিয়ে, গাড়ির তেল শেষ এবং খাদ্য-পানীয় শেষ হওয়ার কারণে প্রবল গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় দুজনের। তবুও বেঁচে থাকার লড়াই চালানোর পরেও প্রকৃতির রুদ্ররূপে হার মানতে বাধ্য হয় তাঁরা। মরুভূমিতে মৃত্যু হয় শাহজাদ এবং তাঁর সঙ্গীর। এরপর টানা চার দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। শাহজাদের দেহ ভারতে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর।

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...
Exit mobile version