Friday, November 7, 2025

সম্পর্ক তলানিতে! SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ পাকিস্তানের 

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল পাকিস্তান (Pakistan)! আগামী অক্টোবর মাসেই সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে ইসলামাবাদে (Islamabad) আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তবে এই সম্মেলনে মোদি যোগ দেবেন না কি অন্য কাউকে এই সম্মেলনে পাঠাবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শুধু ভারত নয় চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

এমনিতে SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিলেও শেষবার কাজাখাস্তানে নিজে না গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন মোদি। কিন্তু এবার তিনি যাবেন কি না তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বর্তমানে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, তাতে মোদির পাকিস্তান যাত্রা নিয়ে খুব আশানুরূপ ফলাফলের আশা করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলনের আয়োজন বসবে। SCO অন্তর্ভুক্ত দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই বৈঠকের আয়োজন করে থাকে। তবে এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। সেকারণেই প্রথামাফিক শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছেন।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারেও ইসলামাবাদে সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি পাঠাবে ভারত। গত বছর গোয়ায় যখন SCO সম্মেলন হয়েছিল সেখানে নিজে না এসে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে পাঠিয়েছিলেন শাহবাজ শরিফ। তবে সূত্রের খবর, নরেন্দ্র মোদির সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে SCO বৈঠকে যোগ দিতে পারেন বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব।


Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version