Wednesday, November 5, 2025

সম্পর্ক তলানিতে! SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ পাকিস্তানের 

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল পাকিস্তান (Pakistan)! আগামী অক্টোবর মাসেই সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে ইসলামাবাদে (Islamabad) আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তবে এই সম্মেলনে মোদি যোগ দেবেন না কি অন্য কাউকে এই সম্মেলনে পাঠাবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শুধু ভারত নয় চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

এমনিতে SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিলেও শেষবার কাজাখাস্তানে নিজে না গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন মোদি। কিন্তু এবার তিনি যাবেন কি না তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বর্তমানে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, তাতে মোদির পাকিস্তান যাত্রা নিয়ে খুব আশানুরূপ ফলাফলের আশা করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলনের আয়োজন বসবে। SCO অন্তর্ভুক্ত দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই বৈঠকের আয়োজন করে থাকে। তবে এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। সেকারণেই প্রথামাফিক শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছেন।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারেও ইসলামাবাদে সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি পাঠাবে ভারত। গত বছর গোয়ায় যখন SCO সম্মেলন হয়েছিল সেখানে নিজে না এসে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে পাঠিয়েছিলেন শাহবাজ শরিফ। তবে সূত্রের খবর, নরেন্দ্র মোদির সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে SCO বৈঠকে যোগ দিতে পারেন বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version