Monday, November 3, 2025

রাজ্যের বদলে মিলল শুধু জেলা! লাদাখ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

Date:

লাদাখবাসীর দাবি ছিল পূর্ণ রাজ্যের স্বীকৃতি। তবে তা হল না। তবে এর মাঝেই কেন্দ্র সরকারের সিদ্ধান্তে লাদাখকে ভাগ করা হল আরও ৫টি জেলায়। রাজ্যের স্বীকৃতি নিয়ে আন্দোলন করে আসা লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুর দাবি, যদি এই জেলার ভাগ গণতান্ত্রিক ভাবে না হয় তবে তাঁরা আন্দোলনের পথেই যাবেন।

সোমবার সমাজমাধ্যমে জেলা বিভাজনের এই তথ্য পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত উন্নত ও সমৃদ্ধ লাদাখ তৈরির। সেই লক্ষ্যের দিকে তাকিয়েই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে নতুন ৫টি জেলায় ভাগ করা হয়েছে। তাঁর প্রতিশ্রুতি, এবার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে যাবে লাদাখের বাসিন্দাদের ঘরে ঘরে। তৈরি হবে আরও নতুন নতুন সুযোগ। নতুন জেলাগুলি- দ্রাস, নুবরা, শাম, চাংথাং, জানস্কার। উল্লেখ্য, আগে ২টি জেলা ছিল কার্গিল ও লেহ। ওই জেলাগুলি থেকেই তৈরি হয়েছে নতুন ৫টি জেলা। সব মিলিয়ে বর্তমানে জেলার সংখ্যা ৭।

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়নি এই রাজ্যগুলির নিজস্ব প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হবে, নাকি যেভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রয়ে গিয়েছে সেভাবেই শুধুমাত্র প্রশাসনিক ভাগ করা হল জেলাগুলি। লাদাখের মানুষ জেলা ভাগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন। তবে তাঁরা চেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা নিজেদের প্রশাসন তৈরি করবেন। দিন-রাত একাকার করে খোলা আকাশের নিচে লাদাখে সোনম ওয়াংচুর নেতৃত্বে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরেও মেলেনি রাজ্যের স্বীকৃতি। এই জেলার ভাগ তাঁদের গণতান্ত্রিক অধিকার না দিলে তাঁরা ফের আন্দোলনে নামবে বলে জানিয়ে দেন সোনম।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version