Thursday, August 21, 2025

নিজেদের প্রয়োজনে ওকে হাতিয়ার করবেন না, আবেদন নির্যাতিতার বাবার

Date:

Share post:

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পরে নির্যাতিতার বাবা বারবার আবেদন করেছিলেন সমাজমাধ্যম থেকে মেয়ের ছবি মুছে দেওয়ার জন্য। ফের কাতর কন্ঠে তাঁর আবেদন, ওকে নিজেদের প্রয়োজনে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।

এরই পাশাপাশি, সোমবার তিনি হতাশা প্রকাশ করেন সিবিআই তদন্ত নিয়েও।নির্যাতিতার বাবা বলেন, ১৪ দিন পেরিয়ে গিয়েছে। এখনও কোনও সমাধান করতে পারেনি সিবিআই। আমরা ধৈর্য হারাতে শুরু করেছি। বলেন, দীর্ঘ ৬ ঘণ্টা ধরে আমরা সবকিছু জানিয়েছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার দ্রুত সমাধান করতে হবে।নির্যাতিতার মা বলেন, প্রতিটা দিন ক্রমশ অসহ্য লাগছে। একেকটা দিন যেন এক বছর। তিনি বলেন, গত ৮ অগাস্ট মেয়ে আমায় শেষ ফোন করেছিল। জানিয়েছিল, ওর বন্ধুরা অনলাইনে রাতের খাবার আনিয়েছে। খাওয়া চলছে। তারপর আর ফোন করেনি। আমি ভেবেছিলাম ঘুমোচ্ছে কিন্তু নির্যাতন করে খুন করা হয়েছে ভাবিনি। প্রসঙ্গত, তদন্তভার হাতে নিয়েই পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাইকে। তারপরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব এখন সিবিআইয়ের হাতে। নতুন করে তারপর থেকে এখনও পর্যন্ত আর কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, সোমবার মৃতার বাবার এভাবে কাতর আবেদন করার আগেও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল মেয়ের নাম ও ছবি মুছে দেওয়ার জন্য। হাইকোর্ট-সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে সমাজমাধ্যম থেকে নির্যাতিতার নাম-ছবি-পরিচয় মোছার জন্য। নির্যাতিতার ধর্ষণে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তার মা-বাব।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...