আর জি করে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নৃশংস ঘটনায় প্রতিবাদে ঝড় উঠেছে সব মহলে। প্রথম থেকেই এই নিয়ে তীব্র আওয়াজ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই নিয়ে ২২ তারিখ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। লেখেন, “দিনে ৯০টি, ঘণ্টায় চারটি, প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাভাবিক ভাবেই দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট।” শেষে তিনি লেখেন, “WAKE UP INDIA”। তাঁর সেই পোস্ট নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে ঘৃণ্য-পৈশাচিক ধর্ষণ-খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)।

আর জি কর-কাণ্ডের (RG Kar Hospital) দেশজুড়ে প্রতিবাদ চলছে। স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী দোষী/দোষীদের ফাঁসির দাবি করেছেন। আইন এনে প্রকৃত দোষীদের ৭দিনের মধ্যে এনকাউন্টারের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘটনায় টলিউডের পাশাপাশি সরব বলিউডও। সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাটরা। এই পরিস্থিতিতে মালাইকা অরোরার নিজের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে অভিষেকের বার্তা শেয়ার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক জানান, কীভাবে আর জি করে তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, আন্দোলনের মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তিনি স্পষ্ট করে দেন, কেন দ্রুত বিচারের পক্ষে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “গত ১০ দিন গোটা দেশজুড়ে আর জি করের নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। এই সময় সারাদেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন তখনই এই ধর্ষণগুলি হয়েছে। কিন্তু এখনও এই সমস্যার স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ করা হল না।” তথ্য পরিসংখ্যান দিয়ে অভিষেক লেখেন, “দিনে ৯০টি, ঘণ্টায় চারটি, প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাভাবিক ভাবেই দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট।” এর প্রেক্ষিতেই অভিষেকের দাবি, “কঠোর আইন প্রয়োজন যার ফলে ৫০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়া যায়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই” তবে শুধু ভাষণে যে কাজ হবে না সেটাও নিজের পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “শুধু ফাঁকা বুলি নয়। রাজ্য সরকারগুলিকে আরও সক্রিয় হতে হবে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে যাতে কেন্দ্র দ্রুত এবং মসৃণ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে। এর চেয়ে কম কোনও পদক্ষেপ নিলে তার কোন প্রভাব পড়বে না। সেটা লোকদেখানো হবে।”
WAKE UP INDIA”
অভিষেকের সেই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে বলিউড অভিনেত্রী মালাইকা দাবি তোলেন , ‘WAKE UP INDIA’। সাহসী, প্রগতিশীল বলেই পরিচিত মডেল-অভিনেত্রী মালাইকা। ব্যক্তিগত জীবন নিয়ে হাজার বিতর্ক, সমালোচনা নিয়েও কখনও বিচলিত হননি তিনি। বরং নিজের রাস্তাতেই হেঁটেছেন। আর জি কর-কাণ্ডের নিন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদী পোস্টকেই হাতিয়ার করলেন তিনি।
