Tuesday, August 26, 2025

লাশ চাই, হিংসার চক্রান্তের ভিডিও ফাঁস করে দিল তৃণমূল

Date:

Share post:

২৭ অগাস্ট ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে নাশকতার ছক করেছে বিরোধীরা। সোমবার বেলা ১১ টায় তৃণমূল ভবনে ভিডিও দেখিয়ে চক্রান্তের ভিডিও ফাঁস তৃণমূলের। তৃণমূল নেতা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেন, মিছিলের মধ্যে পুলিশের ছদ্মবেশ ধরে গিয়ে গুলি চালানো হতে পারে যাতে রাজ্যকে বদনাম করা যায়। তৃণমূল ভবনে দেখানো দুটি ভিডিওতে দেখা গিয়েছে, দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছেন এবং তাঁদের স্পষ্ট বক্তব্য, ২৭ তারিখ নবান্ন অভিযানে একটা-দুটো বডি না পড়লে জোরদার অশান্তি পাকানো যাবে না। এ বিষয়ে সব সুস্থ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছে তৃণমূল। তদন্ত করছে সিবিআই। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখন যদি অভিযান করতে হয় তাহলে সেটা করা উচিত সিজিও কমপ্লেক্সে, নবান্নে নয়। এর থেকেই স্পষ্ট বিরোধীরা দেহ নিয়ে শকুনের রাজনীতি করছে।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানান, নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে কোনও রকম আবেদন করা হয়নি। সুতরাং এই অভিযান সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করেন চন্দ্রিমা।

জয়প্রকাশ মজুমদার জানান, নাশকতার ছক তৈরি হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কুণাল ঘোষের কথায়, রাজ্যে নির্বাচনে জিততে না পেরে এখন দেহ নিয়ে শকুনের রাজনীতি করছে রাম-বাম। আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, মর্মান্তিক। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে সেই দোষীদের চরম শাস্তি দাবি করে কুণাল বলেন, দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটলেও সেখানে কোনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় না। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানান, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এটা মহিলাদের প্রতি অসম্মান। এ বিষয়ে বাংলার মেয়েদের সজাগ হওয়ার বার্তা দেন চন্দ্রিমা।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...