আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ । আর তার জন্য এদিন ঘোষণা করা হল ভারতীয় মহিলা দল। এদিন ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর দল। বাংলা থেকে রয়েছেন শুধু রিচা ঘোষ। দলে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা। ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ দলে।

আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল বাংলাদেশে । কিন্তু সেই দেশের সম্প্রতিক অবস্থার জন্য টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
এক নজরে ভারতীয় দল-
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধনা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধুতি রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা সোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সাজীভন।

অন্যদিকে ট্রাভেলিং রিজার্ভ সদস্যা হলেন, উমা ছেত্রী, তনুজা কানয়ের, সাইমা ঠাকুর। নন ট্রাভেলিং রিজার্ভ- রাঘবি বিস্ত, প্রিয়া মিশ্রা। যারা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে আছেন তারা আমিরশাহীতে যাবেন, নন ট্রাভেলিং রিজার্ভরা দেশেই থাকবেন প্রয়োজন হলে তাঁদের ডেকে নেওয়া হবে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট পোর্টস
