Saturday, August 23, 2025

দিল্লিতে চিকিৎসকদের নিরাপত্তার রূপরেখা তৈরিতে দিল্লিতে টাস্ক ফোর্সের বৈঠক, খোলা হল পোর্টাল

Date:

আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে কীভাবে গোটা দেশের সরকারি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার রূপরেখা তৈরির কাজ শুরু করল ন্যাশনাল টাস্ক ফোর্স৷ সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ১৪ সদস্যের টাস্ক ফোর্স মঙ্গলবার দিল্লিতে এক বৈঠকে মিলিত হয়ে গোটা পরিস্থিতির পর্যালোচনা করেছে৷ এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিব সহ টাস্ক ফোর্সের সব সদস্য৷

বৈঠকে স্থির হয়েছে যে, বুধবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং বৈঠক করবে টাস্ক ফোর্স৷ এর পরেই স্থির হবে আশু পদক্ষেপ৷ উল্লেখ্য, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই টাস্ক ফোর্স গঠন করার সময়ে জানিয়েছিলেন, গোটা দেশের সরকারি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রূপরেখা তৈরি করবে টাস্ক ফোর্স৷ তিন সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেবে টাস্ক ফোর্স, দু’মাসের মধ্যে দিতে হবে চূড়ান্ত রিপোর্ট, নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি৷ এই আদেশ মেনেই তাঁরা কাজ করবেন বলে মঙ্গলবার দাবি জানানো হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স সূত্রে৷

তবে তাৎপর্যপূর্ণ হল, টাস্ক ফোর্সের সদস্যরা এদিনের বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবকে জানিয়েছেন যে তাঁরা ব্যক্তিগতভাবে ৩০০-৪০০ পরামর্শ পেয়েছেন কীভাবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে, তার সম্ভাব্য রূপরেখার বিষয়ে৷ এই তথ্য জানার পরেই ক্যাবিনেট সচিবের নির্দেশে একটি আলাদা পোর্টাল খোলার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে গেলেই সেখানে দেওয়া একটি লিঙ্কে ক্লিক করে প্রবেশ করা যাবে এই পোর্টালে৷ এখানেই নিজেদের পরামর্শ লিপিবদ্ধ করতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নাগরিকরা৷ এই সব পরামর্শ খতিয়ে দেখে নিজেদের সুপারিশ তৈরি করবে ন্যাশনাল টাস্ক ফোর্স, দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোন পদ্ধতিতে কাজ করবে টাস্ক ফোর্স সেই বিষয়ে আভাস দিতে গিয়ে মঙ্গলবার টাস্ক ফোর্সের সদস্য ডাঃ সৌমিত্র রাওয়াত বলেন, ‘‘প্রথমেই আমরা চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে হওয়া সম্ভাব্য হিংসা প্রতিরোধের দিকটি বিবেচনা করব৷ এর পরের ধাপে আমাদের লক্ষ্য থাকবে সরকারি পরিকাঠামোতে কাজ করা ডাক্তার, নার্স এবং সব প্যারামেডিক্যাল কর্মীদের জন্য একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ কাজের পরিবেশ সংক্রান্ত জাতীয় প্রোটোকল তৈরি করা৷’

আরও পড়ুন- ফের খবরের শিরোনামে মহারাষ্ট্র, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লাগাতার ধ.র্ষণ!

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version