Sunday, November 16, 2025

হাওড়া ব্রিজের দু-দিক থেকে ইট-লাঠি নিয়ে হামলা আন্দোলনকারীদের, রক্তাক্ত পুলিশ

Date:

পুলিশের হাত থেকে লাঠি কেড়ে, সামনে থেকে ইট ছুঁড়ে নজিরবিহীন হামলা ভেকধারী ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর ব্যানারে। হাওড়া ব্রিজের দুই দিকে প্রায় একইভাবে শান্তিপূর্ণ আন্দোলনের নামে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালালো আন্দোলনকারীরা। হাওড়ার দিক থেকে আসা মিছিল থেকে এমনভাবে হামলা চালানো হয় পুলিশের উপর, মাথা ফাটে চণ্ডিতলা থানার পুলিশ আধিকারিকের। পাল্টা কাঁদানে গ্যাস ও জল কামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে রাজ্য় পুলিশ। বারবার এভাবেই হাওড়া ব্রিজের দুই দিকে ব্যারিকেড ভেঙে বিজেপির ছদ্মবেশী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে তৎপর হতে হয় রাজ্য পুলিশকে।

মঙ্গলবারের আন্দোলনে এক একটি মিছিল ছত্রভঙ্গ হওয়ার পরে অন্য একটি মিছিল পাঠানোর স্ট্যাটেজি নিয়ে মাঠে নামে বিজেপির বাহিনী। শান্তিপূর্ণ আন্দোলনের নাম দেওয়া মিছিল থেকে বারবার দূর থেকে পাথর ছুড়ে ব্যারিকেডের দিকে এগোনোর চেষ্টা করা হয়। ফলে হাওড়া ব্রিজের উপর থাকা পুলিশ গুরুত্বপূর্ণ এই ব্রিজের নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড পেরিয়ে এগিয়ে গিয়ে আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। হাওড়ার দিক থেকে আসা মিছিল থেকে ক্রমাগত ছোড়া হয় পাথর। আহত হন চণ্ডিতলা থানার সিআই পদমর্যাদার আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যান অন্যান্য পুলিশকর্মীরা।

একসময় নবান্নর পাশের গলির উল্টোমুখে একটি মিছিল চলে আসে। সেখানে ব্যারিকেডের বাইরে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। পুলিশ পাল্টা সেই মিছিলকে ধাওয়া করে দূরে সরিয়ে দিলেও ফের সেখানে জমায়েত করে সংরক্ষিত এলাকা নবান্নকে বিপদের মুখে ফেলার চেষ্টা করতে থাকে। একেবারে পরিকল্পনামাফিক মহিলাদের সামনে রেখে পুলিশকর্মীদের ঠেলে এগোনোর চেষ্টা চলে। বারবার সতর্ক করা হলেও মহিলা পুলিশকর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলতে থাকে আন্দোলনকারীরা।

অন্যদিকে মহাত্মা গান্ধী রোড এলাকাতেও একই ছবি ধরা পড়ে। দফায় দফায় তেড়ে আসতে থাকে আন্দোলনকারীরা। গোটা এম জি রোড ভরে যায় বড় বড় পাথরে। ইটবৃষ্টি ঠেকাতে বারবার টিয়ার গ্যাসের সেল ফাটাতে থাকে পুলিশ। ইটের আঘাতে একাধিক সাধারণ পুলিশ কর্মী থেকে আধিকারিকরা আহত হন। মাঠে নামেন খোদ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। সেখানে মিছিলে উস্কানি দিয়ে এগিয়ে আসেন বিজেপি নেত্রী মৌসুমি কয়াল।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version