Tuesday, November 4, 2025

চিকিৎসকদের কর্মবিরতি: সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ভূমিকায় নার্স!

Date:

অপারেশন থিয়েটার হোক কিংবা অন্যত্র জুনিয়র ডাক্তারদের ভূমিকায় নার্সরা! রোগী ও তাঁদের পরিবারের লোকেরা এমনই ছবির সাক্ষী বেশকিছু সরকারি হাসপাতালে! সিনিয়র চিকিৎসককে সহায়কের ভূমিকায়
শুধু নার্সরাই। আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ১৮ দিন পেরিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালের সার্বিক পরিষেবার বেহাল দশা নিয়ে হতাশ ও আতঙ্কিত সব রোগীর পরিবারই।

বেশ কয়েকদিন ধরে অসুস্থ স্ত্রীকে নিয়ে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএম-এ চক্কর কাটছেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা। গলব্লাডারের স্টোন অপারেশন হওয়ার কথা। ওই ব্যক্তির দাবি, হাসপাতালের বেড ফাঁকা। ডাক্তার নেই, রোগীও নেই।

আরও কয়েকজন রোগীর পরিজনের বক্তব্য, ‘চিকিৎসক আর একজন নার্সের কাজের মধ্যে অনেক পার্থক্য। নার্সরা তাঁদের কাজ নিয়ে ওয়াকিবহাল। কিন্তু তাঁরা তো ডিগ্রিধারী চিকিৎসক নন। ফলে চিকিৎসকদের দায়িত্ব সামলাতে গেলে ভুলত্রুটির সম্ভাবনা থাকেই। ফলে মানুষের জীবন নিয়ে এখন টানাটানি পড়ছে। কোনও বিপদ ঘটলে তার দায় কে নেবে?’

অন্যদিকে, আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে দিনের পর দিন জুনিয়র ডাক্তাররা না থাকায় ছুটি বাতিল হয়েছে নার্সদের। এর ফলে নার্সিং স্টাফদের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ। তবে তাঁরা কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বললেন, নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে গোটা রাজ্য সামিল। দোষীর শাস্তি চান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিচারের দাবিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করার কোনও কোনও অর্থই তাঁরা খুঁজে পাচ্ছেন না!

আরও পড়ুন: ডাক্তারদের কর্মবিরতি: চিকিৎসা পাচ্ছেন না যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তরাও!

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version