ডাক্তারদের কর্মবিরতি: চিকিৎসা পাচ্ছেন না যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তরাও!

চিকিৎসকদের কর্মবিরতির জেরে ফল ভুগতে হচ্ছে
ক্যান্সার আক্রান্ত রোগীদেরও। একজন রোগীর কাছে ডাক্তারবাবুরা তো ভগবানের রূপ। কিন্তু আর জি (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে পরিষেবা শিকিয়ে তুলে এতটাও “নির্মম” হতে পারেন চিকিৎসকরা! যেখানে যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তের দিক থেকেও মুখ ফেরাচ্ছেন কর্মবিরতি করা একশ্রেনীর চিকিৎসকরা। রোগীর আত্মীয় পরিজনরা হাতে পায়ে ধরেও পরিষেবা পাচ্ছেন না।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলির বাসিন্দা এক বয়স্ক মহিলা। পরিবারটি ভূমিহীন। মহিলার ছেলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। সংসারের চালাতে ট্রেনে হকারিও করেন। এককথায় নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। তারই মাঝে মহিলার ক্যান্সার ধরা পড়ে। স্থানীয় হাসপাতালে দেখিয়েছিলেন। সেখান থেকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) রেফার করা হয় ওই মহিলাকে। ১২ আগস্ট অপারেশনের দিন দেয় আর জি কর। কিন্তু হাসপাতালে সমস্যা শুরু হল।

এদিকে মহিলার অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে। ছেলে তাঁকে নিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। দিনভর বিভিন্ন বিভাগে চরকি পাক খেয়েছেন। তারপর চিকিৎসকদের মুখ ঝামটা খেয়ে ফিরে আসেন আর জি করে। এক চিকিৎসক ছেলেকে জানান, “এখানে দায়িত্ব নেওয়ার লোক নেই। আপনারা মরে পড়ে থাকলে কে দায় নেবে?”

এখানেই শেষ নয়। কলকাতার শ্যামবাজারের বাসিন্দা এক ক্যান্সার আক্রান্ত মহিলার চিকিৎসাও চলছে আর জি করে। অপারেশনের পর ৬টি কেমো দেওয়া হয়ে গিয়েছে। তবে এখনও অসুস্থ। বুকে জল জমছে। ছেলে মাকে আউটডোরে এনেছিলেন। কিন্তু চিকিৎসায় না পেয়ে ফিরতে হয়েছে তাঁদের। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, এখানে এখন হবে না। অন্য কোথাও যান। কিন্তু কোথাও কিছু হচ্ছে না। ক্ষোভ, অভিমানে এবার রোগীর পরিবারের লোকেরা বলতে শুরু করেছেন, ডাক্তারদের পরিবারের লোকেরা এমন যন্ত্রণায় পড়লে নিশ্চই দ্রুত সমস্যার সমাধান হতো। গরিব মানুষ মরলে কার কি? গরীবের জীবনের কোনও দাম নেই!

আরও পড়ুন: ডাক্তারদের কর্মবিরতি: হল না ডায়ালিসিস, মুমুর্ষ রোগী ফেরালো হাসপাতাল