আদালতের নির্দেশ তদন্তভার পেলেও, তা শেয হয় না- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ প্রায় সব রাজনৈতিক দলেরই। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে এবার সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আর জি কর হাসপাতালের দুর্নীতির তদন্তও করছে সিবিআই। সেই ঘটনায় বারবার তলব করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সভা মঞ্চ থেকে সিবিআই-কে নিশানা করে অভিষেক প্রশ্ন তোলেন, সন্দীপ যদি দোষী হন, তাহলে এখনও গ্রেফতার হননি কেন?
এদিনের সভা থেকে অভিষেক বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেফতার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষ যদি দোষী হন তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।”
এর পরেই সিবিআইয়ের তদন্তের ধারাবাহিক ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ”এর আগে সারদা, রবীন্দ্রনাথের নোবেল, কী বিচার হয়েছে?”
