Saturday, November 15, 2025

অ্যাপিক্যাল রুটেড কাটিং: উন্নত মানের আলু উৎপাদনে নয়া প্রযুক্তি আনছে রাজ্য, ঘোষণা কৃষিমন্ত্রীর

Date:

আরও উন্নত মানের আলু উৎপাদন করার জন্য নয়া প্রযুক্তি ব্যবহার করবে রাজ্য সরকার। বীজ উৎপাদনে অ্যাপিক্যাল রুটেড কাটিং নামের প্রযুক্তি ব্যবহার করে চলতি বছরে ৫০ লক্ষ উন্নত মানের আলু চারা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বুধবার নবান্নে ধান, আলু, তৈল বীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে কৃষি দফতরের বৈজ্ঞানিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে প্রচুর আলু উৎপন্ন হলেও আলু বীজ তৈরির ব্যাপারে এখনো পুরোপুরি স্বনির্ভর হয়ে ওঠা যায়নি। তবে নতুন প্রযুক্তি ব্যবহার করলে রাজ্যে উন্নত মানের আলুবীজ তৈরি করা যাবে। কম জলে চাষ হওয়া আলুর চাহিদা রয়েছে শিল্প মহলে। বিদেশেও চিপস তৈরির জন্য ওই আলুর চাহিদা রয়েছে। এ ধরনের আলু উৎপাদন বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। একই রকম ভাবে প্রযুক্তি ব্যবহার করে ডাল, ভুট্টা, সর্ষের বীজ তৈরিতেও স্বনির্ভর হয়ে ওঠার পথে হাঁটতে চলেছে রাজ্য।

এদিকে আলু বীজ সংরক্ষণের জন্য আলু সংরক্ষণে ব্যবহৃত হিমঘর গুলিকেই কাজে লাগানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী জানান এ ব্যাপারে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়েছে। বণিক সভাগুলির সঙ্গেও ব্যাপারে কথা বলা হবে। আলু বীজ হিমঘরে সংরক্ষণ করা গেলে বীজ নষ্ট হওয়ার পরিমাণ অনেক কমবে। ফসলের মানও বাড়বে। এজন্য প্রয়োজনে হিমঘর গুলি সম্প্রসারনের অনুমোদন দেবে রাজ্য সরকার। একই সঙ্গে কম শর্করাযুক্ত ধান চাষের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে শোভন দেব বাবু জানান।

আরও পড়ুন- ফের বঞ্চনা! এবার কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটির তালিকা থেকে বাদ বাংলা

 

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version