Wednesday, August 20, 2025

বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ, ধৃত কীর্তিমান বিজেপি নেতা

Date:

বাড়িতে সারারাত আটকে আয়াকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে।ঘটনাস্থল নাটাগড়ের রামকৃষ্ণ পল্লী এলাকা। বিজেপি সেই নেতা স্পন্দন দাসকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘোলা থানার পুলিশ অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের এক মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। তারপর সারারাত ধরে চলে যৌন নির্যাতন ও ধর্ষণ। ভোরবেলা মহিলা কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের বিজেপি নেতার কুকীর্তির কথা জানাযন।এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বিজেপি নেতা এলাকা থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। রাস্তায় ফেলে গণপিটুনি দেওয়া হয় তাকে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্ত বিজেপি নেতা পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১০৯ নম্বর বুথের সভাপতি।অভিযুক্তকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্ত স্পন্দন পেশায় মুহুরি হলেও নিজেকে আইনজীবি বলে পরিচয় দিত। তার মা অসুস্থ এবং তাকে দেখাশোনার জন্য বিভিন্ন সময়ে বাড়িতে আয়া নিয়ে আসত। বুধবার রাতেও এরকম একটি ঘটনা ঘটে। টালিগঞ্জের ২০ বছর বয়সী একটি তরুণীকে নিয়ে আসা হয় এবং মদ্যপ অবস্থায় ধর্ষণ ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।বৃহস্পতিবার সকালে হুঁশে ছিল না ওই বিজেপি নেতা।সেই সুযোগে ওই মহিলা  পাড়ার ক্লাবকে সব জানায়। সেখান থেকেই পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে মহিলাকে। পাশাপাশি গ্রেফতার  করা হয় স্পন্দন দাসকে।এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা নিগ্রহের অভিযোগ উঠেছে।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version