Monday, November 10, 2025

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসক তরুণীর দেহের উপর সবুজ চাদর ছিল বলে, যে দাবি করেছিল পরিবার তা নস্যাৎ করে দিল পুলিশ। পরিবারের তরফে বলা হয় যে তাঁরা যখন দেহ দেখেছিলেন তখন সেখানে সবুজ চাদর ছিল। পরবর্তীতে যে ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে সেখানে চাদরের রং নীল। এরপরই তথ্য প্রমাণ লোপাটের জন্য চাদর বদলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সমাজমাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়তেই স্পষ্ট বিবৃতি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য বাইরে আসছে। পরিবারের দাবি, যখন তাঁদের দেহ দেখানো হয়েছিল তখন ছিল সবুজ চাদর। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদরে মোড়া চিকিৎসকের দেহ। তাহলে কি কিছু লুকোতে বদলে ফেলা হয়েছিল চাদর? এই নিয়ে বিভ্রান্তি ছড়াতেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মৃতদেহের ঢাকা দেওয়া চাদরের রং নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। তিনি সাংবাদিকদের জানান, সেমিনার রুমে যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটার রং নীল ছিল। তিনি বলেন ছবি এবং ভিডিওগ্রাফি করার সময় যে তিনটি ধাপ থাকে অর্থাৎ ইনকোয়েস্ট, ফরেনসিক এবং সিজার তৈরি হওয়া। এই তিনটি পর্যায়ে চাদর নীল ছিল। এই ধরনের পদ্ধতির সময় উইটনেস বা সাক্ষী থাকে সে ক্ষেত্রে ডাক্তাররাও সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে তদন্তভার যায়, সেখানেও নীল রঙের উল্লেখ রয়েছে। কেস ডায়েরিতেও অন্য কোন রংয়ের কথা বলা নেই।


Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version