Thursday, August 21, 2025

সার্জেন্ট দেবাশিসের চোখ নষ্টের সম্ভাবনা, গ্রেফতার হামলাকারী মহিলা-সহ দুই

Date:

বিজেপির মদতে আচমকা গজিয়ে ওঠা ভুঁইফোঁড়
‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর নবান্ন অভিযানের দিন ডিউটিতে ছিলেন নিরস্ত্র দেবাশিস চক্রবর্তী (Debasish Chakraborty)। তিনি কলকাতার ট্র্যাফিক সার্জেন্ট। নবান্ন অভিযানের নামে নৈরাজ্য ও অশান্তিতে বলি দিতে হয়েছে তাঁর বহু মূল্যবান বাঁ-চোখটি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন মহিলা।

লালবাজার সূত্রে খবর, ধৃত মহিলার নাম রিঙ্কু সিং, তিনি মহেশতলার বাসিন্দা। এ ছাড়া, সুব্রত দাস নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খুঁজছিল পুলিশ। ঘটনার দিন ওই এলাকার আশেপাশে সিসিটিভি-তে যাদের দেখা গিয়েছে, তাদের মধ্যে এই দু’জন ছিলেন। তাদের হামলাকারী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল লালবাজার। খোঁজ পেয়ে এবার তাদের গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৭ অগস্ট “পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ”এর ডাকা বেআইনি নবান্ন অভিযানে গিয়ে চোখে ইটের আঘাত পান দেবাশিস (Debasish Chakraborty)। তাঁর বাঁ চোখের দৃষ্টি হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই ঘটনায় নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন দেবাশিস। পুলিশের গাড়িতেই ছিলেন তিনি। তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। তার মধ্যে একটি ইট সরাসরি দেবাশিসের চোখে লাগে। তাঁকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এই ঘটনায় ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন:আরও ২ লক্ষ টাকা করে বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা, ঘোষণা নবান্নের

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version