Thursday, August 21, 2025

জয়ের সাফল্যে অমিত শাহকে অভিনন্দন জানিয়ে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুদিন আগেই ICC চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। পরিবারতন্ত্রের জেরেই এই পদ বলে অভিযোগ সবমহলের। এই পরিস্থিতিতে মিষ্টি কথায় অমিত শাহকে (Amit Shah) মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে টিপ্পনি কেটে তিনি জয় শাহের পদের জন্য অমিত শাহকে অভিনন্দন জানান।বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে মমতাকে (Mamata Banerjee) লেখেন, “অভিনন্দন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!! আপনার পুত্র রাজনীতিবিদ হননি, কিন্তু আইসিসির চেয়ারম্যান হয়েছেন- বেশিরভাগ রাজনীতিবিদদের চেয়ে অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পদ!! আপনার সুপুত্র প্রকৃতপক্ষেই খুব শক্তিশালী হয়ে উঠেছে এবং আমি সত্যিই তার এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে অভিনন্দন জানাই!“

পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলে গেরুয়া শিবির। অথচ BJP-র অন্দরে পরিবার তন্ত্রের লাখো উদাহরণ। প্রয়াত সুষমা স্বরাজের মেয়ের সাংসদ হওয়া থেকে জয় শাহের উচ্চ পদ লাভ- সবেতেই প্রভাবশালীর সন্তান হওয়ার প্রভাব সুস্পষ্ট। গ্রেগ বার্কলে যে পদে ছিলেন, এবার সেই চেয়ারে বসছেন জয় শাহ। ক্ষমতার জোরেই ২০০৯ সালে ক্রিকেট প্রশাসনে হাতেখড়ি হয় জয় শাহর। আমদাবাদে সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের এগজিকিউটিভ কমিটির সদস্য হয়েছিলেন জয় শাহ। এরপর ২০১৩ সালে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব হন জয় শাহ (Jay Shah)। ফিনান্স ও মার্কেটিং কমিটির সদস্য হিসাবে ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডে যোগ দেন জয়। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র হিসেবে জয় শাহকে আইসিসি বোর্ডের অন্যতম প্রভাবশালী বলে মনে করা হয়। তিনি এই মুহূর্তে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক উপ-কমিটির প্রধান। এই পরিস্থিততে যেখানে কংগ্রেসও নীরব, সেখানে অমিত শাহকে (Amit Shah) মিষ্টিমুখে তীব্র খোঁচা দিলেন তৃণমূল সভানেত্রী। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি স্পষ্ট করে দিলেন নিজের যোগ্যতায় নয়, পিতৃদেবের বদান্যতায় এই উচ্চপদ হাসিল করেছেন জয় শাহ।







spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...