Friday, December 19, 2025

জীবিত ফিরতে পারবেন সুনিতা উইলিয়ামসরা? সংশয়ে NASA!

Date:

Share post:

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে আট মাস আটকে থাকতে হচ্ছে অন্তরীক্ষে। নার্ভ শিথিল হচ্ছে, কমছে হাড়ের ক্ষমতা। আদৌ বেঁচে পৃথিবীতে ফিরতে পারবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর? স্টারলাইনার ব্যর্থ হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে এলন মাস্কের স্পেস এক্স (Space X) থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশযান পাঠানো হবে। তার মানে অপেক্ষা করতে হবে আরও ছ’ মাস। নাসার (NASA ) বিজ্ঞানীরা বলছেন আপাতত শরীর সুস্থ রাখতে অতিরিক্ত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন দুই মহাকাশচারী। খাবারের সমস্যা না হলেও এত দীর্ঘ সময় অভিকর্ষের বাইরে থাকতে থাকতে শরীর নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। চিন্তায় দুই বিজ্ঞানীর পরিবার।

সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে আন্তর্জাতিক স্পেশ স্টেশন (International Space station) থেকে ফিরতে পারছেন না। এরই মাঝে শোনা যাচ্ছে, সংকট দেখা দিয়েছে অক্সিজেন ও খাবারের! সত্যি কি তাই? নাসার আশ্বাস, স্পেশ স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ২টি কার্গো ফ্লাইট উড়ে গিয়েছে অক্সিজেন, জল, খাবার ও জামাকাপড় নিয়ে। একটি মহাকাশযানে আছে ৮,২০০ পাউণ্ডের জল, খাবার, প্রয়োজনীয় দ্রব্য। অপরটিতে আরও ৩ টন আনুষঙ্গিক জিনিস। তাই বিশেষ চিন্তার কোনও কারণ নেই। আরও জানানো হয়েছে, দুই মহাকাশচারী স্পেশ স্টেশনেই সবজি চাষ করছেন। মহাকাশ স্টেশনে আরও ভালো ফলন কী ভাবে সম্ভব-তা নিয়ে গবেষণাতেই ব্যস্ত রয়েছেন তাঁরা। তাঁদের সুস্থ থাকার জন্য প্রয়োজন ব্যায়ামের। সেই দিকে লক্ষ্য রেখে স্পেশ স্টেশনে তৈরি হয়েছে বিশেষ জিম-ও। এককথায়, ভালোই আছেন দু’জনে। সুনীতার মা বনি পাণ্ডিয়া সাংবাদিকদের বলেছেন, মেয়ে এর আগেও ৪০০ দিনের বেশি কাটিয়েছে স্পেশ স্টেশনে। নিজের কাজ নিয়ে ওর যথেষ্ট ধারণাও আছে। সব ঠিক হবেই। খুব বেশি চিন্তার কিছু নেই।


spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...