Monday, November 10, 2025

একসঙ্গে ৯৩জন চিকিৎসককে শোকজ করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। তাদের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ। শোকজ হওয়া চিকিৎসকদের একাংশের দাবি, আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরেই স্বাস্থ্য দফতর এমন পদক্ষেপ নিয়েছে। তবে এই দাবি ভিত্তিহীন বলে জানিয়ে স্বাস্থ্য দফতর তুলে ধরেছে এক চিকিৎসকের কাণ্ড। যিনি একই সময়ে নাকি দু’জনের অস্ত্রোপচার করেছেন। তাও আবার আলাদা আলাদা নার্সিংহোমে!

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী, শোকজ হওয়া ডাক্তাররা এক একজন যুক্ত তিনটি বা তারও বেশি নার্সিংহোমের সঙ্গে। এই তথ্য ধরা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল অনুমোদন করতে গিয়ে। অভিযোগ, স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে এমন দুটি বিলে দেখা গিয়েছে একই সময়ে ৫০ কিলোমিটার দূরের ভিন্ন দুটি হাসপাতালে একজন চিকিৎসক অস্ত্রোপচার করেছেন ২জন আলাদা রোগীর! এই ধরণের বিভিন্ন অভিযোগ রয়েছে শোকজের তালিকায় থাকা বহু নামী চিকিৎসকের বিরুদ্ধেও। সকলকেই পাঠানো হয়েছে শোকজ লেটার।

স্বাস্থ্য দফতরের প্রশ্ন, একজন ডাক্তার যদি এত নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকেন তবে প্রত্যেকটি নার্সিংহোমে তাঁরা কতক্ষণ করে সময় দেন? চিকিৎসকদের পাশাপাশি শোকজ করা হয়েছে প্রায় ৭০টি নার্সিংহোমকেও। চাওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা।
সিদ্ধান্তের বিরোধিতা করেছে চিকিৎসকদের সংগঠন আইএমএ-র তমলুক শাখা। প্রশ্ন তোলা হয়েছে, অনিয়ম থাকলে আগে কেন জানানো হয়নি নার্সিংহোম ও ডাক্তারদের? এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, তমলুকে মোট ৮০টি নার্সিংহোম। সমস্ত নার্সিংহোমগুলির স্বাস্থ্যসাথী বিল সংক্রান্ত তথ্য একসঙ্গে দেখতে গিয়েই এই অনিয়ম ধরা পড়েছে। সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য।

আরও পড়ুন- দিল্লিতে গিয়ে ষড়যন্ত্র! অমিত শাহের দরবারে রাজ্যপাল বোস

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version