Friday, July 4, 2025

বাংলাকে বদনাম করার যত চক্রান্ত বিজেপি বারবার করেছে তাতে সামিল হয়েছেন বাংলারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর জি করের ঘটনা নিয়ে যখন সিবিআই তদন্তে কোনও কিনারা হচ্ছে না, তখন রাজনীতির হাওয়া গরম করার খেলায় নেমেছে বিজেপি। সেই রাজনীতির বাজারে ষড়যন্ত্র আরও মজবুত করতে এবার আসরে রাজ্যপাল বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলা বিরোধী পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে ছিলেন আনন্দ বোস। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপারিশ করলেন আনন্দ বোস।

আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আগেই সুপারিশ পাঠিয়েছেন বাংলার রাজ্যপাল। সেই বিষয়ে এখনও পদক্ষেপ নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সুপারিশেরই কি হল, সরেজমিনে খতিয়ে দেখতে আরও একবার দিল্লিতে এসে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র জারি রাখলেন বাংলার রাজ্যপাল। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, শুক্রবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ঘন্টা খানেকের এই বৈঠকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের তদবির করেছেন রাজ্যপাল।

এর পাশাপাশি রাজ্যে অবিলম্বে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করেছেন আনন্দ বোস, দাবি সরকারি সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বোস। আর জি করের ঘটনা নিয়ে রাজ্য বিজেপির কর্মসূচির উপর ভরসা হারিয়ে এবার অমিত শাহকেই রাজ্যে এসে বক্তব্য রাখার বার্তা দেন আনন্দ বোস। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি এবারের দিল্লি সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাত করার পরিকল্পনা আছে বাংলার রাজ্যপালের, দাবি সূত্রের।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version