প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জয় অবনীর, একই ইভেন্টে ব্রোঞ্জ জয় মোনার

১০ মিটার এয়ার রাইফেলসের এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে চলে টানটান লড়াই।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে যা হয়নি, ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে তা হল। ভারতের ঝুলিতে এল সোনার পদক। সোনার পদক দিয়ে ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সের পদকের অভিযান শুরু করল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জয় করলেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জয় ভারতীয় শুটার মোনা আগরওয়ালের। টোকিও প্যারালিম্পিকে এসএইচ ওয়ান ক্যাটাগরিতে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী।

১০ মিটার এয়ার রাইফেলসের এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে চলে টানটান লড়াই। টানটান লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারান অবনী। একেবারে শেষ শট পর্যন্ত দু’জনের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ শেষ হাসি হাসেন ভারতীয় শুটার। সোনা জয় করেন তিনি। ফাইনালে অবনী স্কোর করেন ২৪৯.৭ । রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। তাঁর স্কোর ২৪৬.৮। এই ইভেন্টে ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা। ফাইনালে উঠেছিলেন ভারতের দুই শুটার। দু’জনেই দেশকে পদক দিলেন।

গত টোকিও প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জেতার পাশাপাশি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন অবনী। ভারতীয় শুটারকে ঘিরে প্রত্যাশা ছিল দেশের ক্রীড়া মহলের। সেই আশাই পূরন করলেন অবনী।

আরও পড়ুন- বল করতে কাকে বল করতে ভয় পান বুমরাহ ? ভাইরাল ভিডিও

 


Previous articleশহরের রাস্তায় ১০টা কুমির! মোদি গুজরাটে দরজার বাইরে আতঙ্ক
Next articleমহিলা আইনজীবীর শ্লীলতাহানি! গ্রেফতার ভূমি দফতরের কর্মী