Monday, November 3, 2025

ভোটের আগে জম্মু-কাশ্মীরে হিসাব বহির্ভূত টাকা এবং বেআইনি মদের রমরমা!

Date:

এমনিতেই জম্মু কাশ্মীরে জঙ্গি হানা লেগেই আছে।এবার বিধানসভা ভোটপর্ব শুরুর আগে বড়সড় জঙ্গিহানার আশঙ্কা করছেন গোয়েন্দারা।এরই পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুলিশের রাতের ঘুম ছুটেছে হিসাব বহির্ভূত টাকা আর বেআইনি মদের রমরমাতে।অভিযোগ, নির্বাচনী আচরণবিধির ধার ধারছেন না বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা।অভিযোগ, ভোটদাতাদের নোট, মদ, মাদক বিলি করা হচ্ছে।এসব ঠেকাতে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশও।

গত ১৭ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন।নির্বাচন কমিশন জানিয়েছে, এরপর থেকে সেখানে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত নগদ টাকা এবং বেআইনি মদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ৫ কোটি ৭১ লক্ষ টাকারও বেশি। জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি অভিযানে আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও অংশ নিয়েছে।অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক চোরাচালানের উপর নজরদারি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা মদের একটা বড় অংশ ভিন্‌‌রাজ্য থেকে আসছে।

প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। ১৮ সেপ্টেম্বর ২৪ আসনে, ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে এবং ১ অক্টোবর ৪০ আসনে। গণনা ৪ অক্টোবর।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version