Sunday, November 2, 2025

মেয়েদের শৌচাগার থেকে উদ্ধার গোপন ক্যামেরা! অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ধুন্ধুমার 

Date:

সুযোগ বুঝে আগেভাগেই মোদির হাত শক্ত করেছেন। সরকারে বসার দৌলতে পাল্টা তাঁকেও নিরাশ করেননি মোদিও। এবার চন্দ্রবাবু নাইডুর রাজ্যে প্রকাশ্যে এল গুরুতর অভিযোগ। কলকাতার আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া ডাক্তারকে ধর্ষন করে খুনের ঘটনায় যখন উত্তাল গোটা বিশ্ব তখন অন্ধ্রপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের শৌচাগার (Women’s Washroom) থেকে উদ্ধার গোপন ক্যামেরা (CCTV)। আর সেই ক্যামেরায় তোলা একাধিক ছবি ছেলেদের হস্টেল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার কথা জানাজানি হতেই ছাত্রীদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কলেজ। পাশাপাশি অনান্য কলেজের পড়ুয়ারাও ঘটনার প্রতিবাদে সরব।
তবে বিষয়টি জানাজানি হতেই নিজেদের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে চন্দ্রবাবু নাইডুর পুলিশ। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয় নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার ল্যাপটপ থেকে প্রায় ৩০০টি অশ্লীল ছবি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এরপরই পুলিশ বিজয়ের ল্যাপটপটি বাজেয়াপ্ত করে। তবে মেয়েদের শৌচালয়ে গোপন ক্যামেরার কথা জানাজানি হতেই কলেজ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বিচার চাই’ স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে বহস্পতিবার রাত থেকেই চলছে বিক্ষোভ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিজয় গোপন ক্যামেরায় তোলা বিভিন্ন আপত্তিজনক ছবি ছেলেদের হস্টেলের অনেকের কাছে মোটা টাকায় বিক্রিও করেছে। পাশাপাশি পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। তবে ঘটনায় চন্দ্রবাবু নাইডুর শাসন ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version