Sunday, November 2, 2025

মোটা রুটি নয়, এগ চাউ দিন! সঞ্জয়ের আবদারে জেলকর্মী বললেন “আপনি লাটসাহেব নাকি?”

Date:

ফের রাতের খাবারে রুটি সব্জি! এক খাবার আর মুখে রুচছে না! জেল কর্মীদের কাছে এগ চাউ আর সঙ্গে একটু স্যালাড দেওয়ার আবদার আর জি কর কাণ্ডে বিচারাধীন বন্দি সঞ্জয় রায়ের। যদিও সঞ্জয়ের আবেদন কান দেয়নি প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষ। রাতে নির্দিষ্ট সময়ে প্রেসিডেন্সি জেলের অন্য বন্দিদের মতো ক্ষুব্ধ ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত সঞ্জয়ের সেলে পৌঁছে যায় রুটি-সব্জি।

জেল সূত্রের খবর, সাধারণ কয়েদিদের জন্য তৈরি রুটি-সব্জি দেখেই রাগে নাকি গজগজ করতে থাকে সঞ্জয়। বিরক্তি প্রকাশ করে থালা ঠেলে দিয়ে সেলের মধ্যে পায়চারি শুরু করে দেয়। বলতে থাকে, “মোটা রুটি, একই তরকারি…ধুর। রোজ রোজ একই খাবার ভালো লাগে!”

খবর মুখে তুলে শুয়ে পড়ে। এরপর জেল (Presidency Jail) কর্মীরা প্রথমের দিকে তাকে খেয়ে নেওয়ার জন্য বলতে থাকে। সঞ্জয় পাল্টা তাঁদের বলে, “এগ চাউমিন খেতে ইচ্ছে করছে।” একথা শুনে জেলকর্মীরা কিছুটা উত্তেজিত হয়েই বলেন, “আমাদের কাছে সব বন্দিই সমান। তাই সবাই যা খাবার খাবে, আপনাকেও তা খেতে হবে। আপনি কোনও লাটসাহেবের নাতি নন। খেলে খাও, না খেলে কিছু করার নেই।”

অসমর্থিত সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের কাছে খবরের কাগজ চেয়েছে সে। সেই দাবি অবশ্য মেনে নিয়ে সঞ্জয়কে রোজ খবরের কাগজ দেওয়া হয়। কাগজে আর জি কর কাণ্ডের যাবতীয় খবর খুঁটিয়ে পড়ে সে। সঞ্জয়ের সেলের বাইরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্যই এই সতর্কতা।

আরও পড়ুন:দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি NHRC-র

 

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version