Monday, August 25, 2025

বরাবর ঠোঁট কাটা। রাজনীতি হোক বা সামাজিক ঘটনা। আর এবার একেবারে তাঁরই বিয়ে। পোড় খাওয়া রাজনীতিকের মতো উত্তর দিতে গিয়েও যেন ধরা পড়ে গেলেন ‘বদলে যাওয়া’ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিয়ের পরে হানিমুনে (honeymoon) যে যেতেই হবে সেটাও খোলামেলাই জানালেন। কিন্তু লাজুক হাসিতে স্পষ্ট করে দিলেন জায়গা নির্বাচনের দায়িত্ব এখন সহধর্মিনী রিঙ্কু মজুমদারেরই।

শুক্রবার একেবারে সাদামাটা ভাবে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ। স্বীকার করলেন বিয়ে করবেন এটা তিনি ভাবেননি। একদিকে সহধর্মিনী রিঙ্কুর ইচ্ছা এবং অন্যদিকে মায়ের প্রত্যাশাকে মর্যাদা দিয়েই বিয়ের সিদ্ধান্ত, জানালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তবে এখানেও তার মুখে দায়িত্ব পালনের কথা। জানালেন, উনি (রিঙ্কু) আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আমি না বলেছিলাম। আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন। তাঁর জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি। তার জন্যই শুভ পরিণয় হয়েছে। বিয়ে একটি দায়িত্ব, যেন ঠিকভাবে পালন করতে পারি। এই জন্য সবার শুভেচ্ছা চাইছি।

শুভেচ্ছা অবশ্য পেয়েছেন সকলের থেকেই। রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বিশেষ দিনটিতে শুভেচ্ছা পাঠানোয় ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবিকা। তিনি আমায় শুভেচ্ছা পাঠিয়েছেন, আমিও ধন্যবাদ জানিয়েছি।

আর যেকোনো নববিবাহিত দম্পতির কাছে প্রথম প্রশ্ন থাকে, তাঁরা হানিমুনে কোথায় যাবেন। দিলীপবাবু পাকা রাজনীতিকের মতো চটপট উত্তর দেওয়ার চেষ্টা করলেন, যেতে তো হবেই। পরস্পরকে বোঝার জন্য খানিকটা সময় চাই একান্তে বসে, বাইরে যেতে হয়। ওঁরও ইচ্ছা আছে। আমিও ভাবছি। আমার পক্ষে তো যেখানে সেখানে যাওয়া সম্ভব নয়। আমার সঙ্গে পাঁচ জন দশ জন সিকিউরিটি যায়। ইচ্ছা আছে কোথাও গিয়ে ৫ দিন ১০ দিন কাটিয়ে আসবো। আমার যাওয়ার নেই এরকম কোন জায়গা নেই। কিন্তু ওনার পছন্দ আর সময়ের বিষয়টি দেখে যাব।

তবে এই উত্তরটা দিতে গিয়ে যেন খানিকটা লাজুক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনীতির সব সিদ্ধান্ত নিজের মত অনুযায়ী নিলেও দাম্পত্যের সিদ্ধান্তে যে সহধর্মিনীর উপরই নির্ভর করতে চান, একেবারে স্পষ্ট করে দিলেন। আপাতত সহধর্মিনী রিঙ্কু জানাচ্ছেন সিমলা বা গোয়ার মধ্যে বিবেচনা করছেন কোথায় যাবেন তাঁরা। তবে পাহাড়ই তাঁর পছন্দ সেটাও ইঙ্গিত দিলেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version