Saturday, November 8, 2025

রাজ্যের উপার্জনের অর্থ রাজ্যের মানুষের কাজে ব্যবহারই নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি নিজে সরকারি কাজে অতিরিক্ত ব্যয়ে সম্মতি দেন না। এবার সেই অনুযায়ী বিধানসভায় (Assembly) অতিরিক্ত বিল পেশে টানা হলো রাস। বিধায়কদের চশমার বিল (spectacle bill) নিয়ে জারি হল নতুন নিয়ম।

বিধানসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে বিধায়কদের চশমা (spectacle) বানাতে হবে ৫ হাজার টাকার মধ্যে। অনেকেই নিজের ইচ্ছা মতো বিপুল টাকার চশমা বানিয়ে সেই বিল জমা করেন বিধানসভায়। এবার থেকে তা আর হবে না। সেই সুযোগ পাবেন না তাঁরা। ৫ হাজার টাকা পর্যন্ত চশমার জন্য বরাদ্দ করা হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত টাকা পান বিধায়করা। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, চিকিৎসা সংক্রান্ত বিলে অনেক টাকা রয়েছে। বেশ কয়েকজন বিধায়ক কয়েক লক্ষ টাকা চিকিৎসার বিল জমা করেছেন। বিধানসভার স্পিকার (Speaker) বিলগুলো খুঁটিয়ে দেখেছেন। এখানেই শেষ নয়, তিনি সেই বিধায়ক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, কোনও বিধায়ক দৈনিক কেবিন বেডের জন্য ২৫ হাজার টাকা বিল জমা করেছেন। তারপরেই স্পিকার জানিয়েছেন, একজন বিধায়ক সর্বাধিক দৈনিক ৮ হাজার মূল্যের বেড ভাড়া এবং চশমার জন্য পাঁচ হাজার টাকা পাবেন। এর থেকে বেশি পাবেন না।

বাম আমলেও বিধায়কদের চশমার দাম নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং কাঞ্চন মল্লিকের মোটা অঙ্কের বিল নিয়েও শোরগোল পড়েছিল। এবার শক্ত হাতে লাগাম টানার ব্যবস্থা করেছে বিধানসভা।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version