Friday, January 30, 2026

হাইকোর্টে জামিন সায়নের, সুপ্রিম কোর্টে গেল রাজ্য

Date:

Share post:

নবান্ন অভিযানের নামে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরএসএস নেতা সায়ন লাহিড়ী। হাইকোর্টের নির্দেশে সায়ন জামিন পেলেও তা বাংলায় ফের অরাজকতা তৈরি করতে পারে। সেই আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করা হয়েছে।

নবান্ন অভিযানের অরাজনৈতিক ডাক দেওয়ার পরই প্রকাশ্যে চলে আসে আরএসএস নেতা সায়ন লাহিড়ীর রাজনৈতিক পরিচয়। কলকাতা পুলিশ এই অভিযানের অনুমতি না দিলেও আন্দোলন সংঘটিত করে তারা। শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দিলেও মিছিল থেকে পাথর, জলের বোতল ছোড়ার সাক্ষী থেকেছে গোটা বাংলা। এরপরই সন্ধ্যায় গ্রেফতার হন সায়ন লাহিড়ী। যদিও হাইকোর্ট জামিন দেওয়ার সময় বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে জানান, গ্রেফতারিতে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

জামিন পেয়ে সায়ন দাবি করেন, তাঁর আহ্বানে নবান্ন অভিযান করতে আসা আন্দোলনকারীদের পাথর ছোড়ার দায় তার নেই। উপরন্তু পাথর যারা ছুড়েছিল, তারা সায়নের মতো নেতার আন্দোলনকে ‘কালিমালিপ্ত’ করেছে। তিনি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। রাজ্যের দাবি, যেভাবে অশান্তিকে উস্কে দিয়ে নবান্ন অভিযানের ডাক সায়ন লাহিড়ীর মতো নেতা দিয়েছিলেন, তাতে তাঁর জামিন পাওয়া উচিত নয়। সোমবার সর্বোচ্চ আদালতে দ্রুত শুনানির জন্য উঠতে পারে এই মামলা।

তবে হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। অভিযুক্ত সায়নের প্রত্যেক ধাপের কাজ নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, “সোশ্যাল মিডিয়ায় যারা ভিড়কে উস্কানি দেবে, প্রেস কনফারেন্স করে বলবে যাও। অরাজকতা হলে তার দায় তাদের উপর বর্তাবে না, এটা কোন ধরনের বিচার?” সেই সঙ্গে কুণাল আদালতকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা তুলে ধরে প্রশ্ন করেন, “জনতাকে ক্ষেপিয়ে যারা পাঠালো তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আদালত কোন বিশৃঙ্খলাকে বিচার করছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় লোক ক্ষ্যাপানোর ডাক দিলে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে লোক জমায়েতের ডাক দিলে আদালত দায়িত্ব নেবেন তো?”

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...