সিনেমাকে বিদায়, অভিনয় ছাড়ছেন লাবনী সরকার! কিন্তু কেন?

আড়াইশোর বেশি সিনেমাতে অভিনয় করার পর এবার লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সরছেন অভিনেত্রী লাবনী সরকার (Labani Sarkar)। কারণ জানলে চমকে যাবেন। বাংলা সিনেমা জগতে (Bengali Entertainment Industry) যে কয়েকজন অভিনেত্রী ব্যবসায়িক মন্দার বাজারেও একটানা ছোট বড় সবধরনের সিনেমায় কাজ করে গেছেন লাবনী তাঁদের মধ্যে অন্যতম। নায়িকা হিসেবে বিশেষ কিছু না করতে পারলেও সহ- অভিনেত্রী হিসেবে কখনও বোন- বা বৌদি আবার কখনও সমবয়সী হিরোদের মা- কাকিমার চরিত্রেও সাবলীল ভাবে অভিনয় করে গেছেন তিনি। কিন্তু আর না। এবার রঙিন জগত থেকে দূরে সরে নিজের জীবনকে এক ভিন্নধর্মী রঙে রাঙাতে চলেছেন লাবনী। রিমোট পেরেন্টিং এর মাধ্যমে ইতিমধ্যেই একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন তিনি।কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু শিশুর দায়িত্ব নিতে চলেছেন।

বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। লাবনী সরকারের কথায়,’আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না। এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয়। মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম। সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি শিশুর দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক শিশুর দায়িত্ব নেব।’ পর্দায় একাধিকবার মা হলেও বাস্তবে সন্তানের মা হওয়ার আনন্দ ঠিক কতটা? লাবনী জানান, এ অনুভূতি ভাষায় বোঝানোর নয়।


Previous articleবাংলার মুখ্যমন্ত্রীর সুরেই নারী নির্যাতন রুখতে দ্রুত বিচারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর
Next articleনজরে ভোট! ছত্রপতির মূর্তি ভাঙা ইস্যুতে চাপে পড়ে ‘ক্ষমাপ্রার্থনা’ মোদির