Sunday, January 11, 2026

‘মিশন ইন্ডিয়া’-র প্ল্যান বানচাল হতেই ‘অগ্নিশর্মা’! আত্মজীবনীতে ট্রাম্পের ‘কীর্তি’ ফাঁস ম্যাকমাস্টারের

Date:

Share post:

‘ইন্ডিয়া মিশন’ (Mission India) সফল করতে চূড়ান্ত ব্যর্থ! রাতারাতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারতের হাত ধরে একটা প্ল্যান তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। প্ল্যানের নাম দেওয়া হয় জিরো জিরো জিরো নাইন। সেই প্ল্যানের মোদ্দা কথা চিনের বিরুদ্ধে ভারতকে প্রক্সি হিসাবে ব্যবহার করবে আমেরিকা। আর সেই দায়িত্ব পেয়েও ভারতের সিদ্ধান্ত বদল করতে না পারায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি আমেরিকায় প্রকাশিত হয়েছে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের (H R Mcmaster) আত্মজীবনী। সেখানেই ট্রাম্পের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাকমাস্টার তাঁর আত্মজীবনী, অ্যাট দ্যা ওয়ার উইথ আওয়ারসেলফ’-এ লিখেছেন, ২০১৮-র মার্চ মাসে তিনি নিউইয়র্কের এক রেস্তোঁরায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন। মূলত ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত প্ল্যান জিরো জিরো জিরো নাইন দোভালকে বোঝাতেই ম্যাকমাস্টার শতচেষ্টা করলেও লাভ হয়নি। আর তার পরদিন অফিস যাওয়ার পর তিনি জানতে পারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ম্যাকমাস্টারের উপর দায়িত্ব ছিল ভারতকে বুঝিয়ে এ বিষয়ে রাজি করানোর। তবে অজিত দোভাল, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বললেও ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। ম্যাকমাস্টারের কথায়, আমরা ভারতকে বোঝাতে চেয়েছিলাম, চিনের কথা ভেবে ভারত-আমেরিকার একসঙ্গে আসাটা জরুরি।

তবে ভারত যে ট্রাম্পের মিশনে এভাবে জল ঢেলে দেবে তা কেউই কল্পনা করতে পারেননি। দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চাইলেও চিনের জন্য কোনওরকম সমঝোতা করা অসম্ভব। যদিও ট্রাম্প জমানার পরও ভারতের নীতির কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ভারত আমেরিকার আপত্তিতে পাত্তা না দিয়েই একাধিক পদক্ষেপ নিয়েছে।


spot_img

Related articles

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...