Tuesday, August 12, 2025

ফের প্রশ্নের মুখে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা। জুলাই মাসেই একটুর জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। ফের নিরাপত্তা বলয়ের চোখে ধুলো দিয়ে মঞ্চে থাকা ট্রাম্পের কাছে যাওয়ার চেষ্টা করেছিল এক যুবক। ইতিমধ্যেই আটক হয়েছে ওই যুবক। ঘটনাস্থল সেই পেনসিলভেনিয়া।

শুক্রবার পেনসিলভেনিয়ার জনস্টাউনের সভা থেকে বক্তৃতা দিচ্ছিলেন রিপাবলিকান পার্টির হেভিওয়েট রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প। বক্তব্যের মাঝে তিনি সংবাদমাধ্যমের ভূমিকারও কড়া সমালোচনা করছিলেন। ওই সময় উত্তেজনার সৃষ্টি হয়। সাংবাদিকদের মধ্যে গুঞ্জনও দেখা যায়। ঠিক তখনই এক যুবক মঞ্চে ওঠার চেষ্টা করে। তবে টেজার গান দিয়ে তাকে কাবু করে ফেলে ট্রাম্পের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। সেখানেই আটক করা হয়। তবে কেন ট্রাম্পের কাছে যেতে চাওয়া বা ওই যুবকের কাছে কোনও অস্ত্র ছিল কি না, এখনও পর্যন্ত তা জানা যায়নি।

এর আগে জুলাই মাসে পেনসিলভেনিয়াতেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক দুষ্কৃতী। অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। জখম হয়েছিল কানে। সিক্রেট সার্ভিস বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই হামলাকারীর। শুক্রবার ওই একই সভার এলাকা থেকে পুলিশ পরে আরও একজনকে গ্রেফতার করে। তবে বোঝা যায়নি দুই ব্যক্তিকেই একই কারণে ধরা হয়েছে, বা দুজনের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কিনা।

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...
Exit mobile version