কোহলির সঙ্গে কেমন সম্পর্ক মাহির ? মুখ খুললেন স্বয়ং ধোনি নেজেই

বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে ধোনি বলেন, “ ২০০৮-০৯ থেকে আমরা এক সঙ্গে খেলছি।

দু’জনই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। একজনের নেতৃত্ব টিম ইন্ডিয়া জিতেছেন বিশ্বকাপ । আরেকজনের নেতৃত্ব ভারত বিশ্বকাপ না জিতলেও, বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। যাদের কথা বলা হচ্ছে, তাঁরা চ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা মুখ। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন কোহলি। আবার আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ দিকে ধোনিও খেলেছেন কোহলির নেতৃত্বে। কেমন সম্পর্ক দু’জনের ? মুখ খুললেন ধোনি নিজেই। যেই সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে ধোনি বলেন, “ ২০০৮-০৯ থেকে আমরা এক সঙ্গে খেলছি। তবে আমাদের মধ্যে বয়সের একটা পার্থক্য আছে। আমি ওর বড় দাদার মতো হতে পারি। আবার শুধু সতীর্থও হতে পারি বা অন্য কিছু। কোনটা বলা ঠিক হবে জানি না। তবে সতীর্থ তো বটেই। আমরা দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে কোহলি অবশ্যই থাকবে। ”

২০১১ সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও ছিলেন কোহলি। ট্রফি জয়ের নিরিখে ভারতের সফলতম অধিনায়কও মাহি। আবার ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস