Tuesday, November 11, 2025

ধোনির আত্মীয়কে বিয়ে করছেন কৃতি! গাঁটছড়ার গুঞ্জনে মুখ খুললেন নায়িকা

Date:

বলিউড অভিনেত্রীদের (Bollywood actress) প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই আগ্রহ থাকে সাধারণ মানুষের। কে কখন কার সাথে পার্টি করছেন বা বেড়াতে যাচ্ছেন সেই ছবি ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই সবকিছুর জন্যই এই মুহূর্তে চর্চায় কৃতী শ্যানন (Kriti Sanon)। প্রভাস অতীত, মায়ানগরীতে কান পাকলে শোনা যাচ্ছে লন্ডনবাসী ব্যবসায়ী কবীর বাহিয়াকে (Kabir Bahia) মন দিয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে কবীর নাকি ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ।

বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন (Kriti Sanon)। লন্ডনবাসী কবীর বাহিয়াকে (Kabir Bahia) মন দিয়েছেন তিনি। আর এই গুঞ্জন আরও জোরালো হচ্ছে কারণ শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের প্রায়ই একাধিক পার্টি ও ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কবীর বাহিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ধোনি পরিবারেরও। ক্রিকেট এবং ক্রিকেটারদের সঙ্গে যথেষ্ট চেনাশোনা রয়েছে কৃতির প্রেমিকের। হার্দিক ও নাতাশার বিয়েতেও গিয়েছিলেন তিনি। এমনকি রোহিত শর্মা ও ঋষভ পন্থের সঙ্গেও তাঁর বেশ বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। ‘সাউথহল ট্র্যাভেল’ এজেন্সির মালিকের ছেলে কবীরের সঙ্গেই তাহলে ঘুরতে চলেছেন কৃতি? নেটপাড়া বলছে এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়নেরও অধিক। লন্ডনের রমরমিয়ে চলছে ব্যবসা। অন্যদিকে সিনেমার কাজ খুব একটা না থাকলেও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড কৃতি শ্যানন। তাই ভবিষ্যৎ নিশ্চিত করতে সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তানকে হাত ছাড়া করবেন না বলিউড নায়িকা। কিন্তু এই সবটাই তো অনুমান, কৃতি কি সত্যিই প্রেম করছেন? এর আগে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে নায়িকা বলেছিলেন, ‘যখন আমার সম্পর্কে মিথ্যে নেতিবাচক তথ্য প্রকাশিত হয়, তখন তা শুধু আমার জন্যই হতাশাজনক নয়, আমার পরিবারকেও প্রভাবিত করে। মিথ্যা কোনও দাবির ফলাফলের প্রভাব তাঁদের ওপর পড়া উচিত নয়। বিশেষ করে আরও সাংঘাতিক হয় যখন এলোমেলো গুজব, যেমন আমি নাকি বিয়ে করছি, এরকম কথা ঘুরতে শুরু করে।’ কিন্তু কবীর? না তাঁকে নিয়ে কিছু বললেন না তো। তাহলে কি মৌনতাই সম্মতির লক্ষণ!


Related articles

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...

পরিষ্কার আকাশ, তাপমাত্রা আজই নামবে ১৮-র নিচে!

রবিবার থেকেই পারদ পতনের শুরু গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হিমেল হওয়ার সঙ্গে কমেছে বাতাসে জলীয় বাষ্পের (humidity)...

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...
Exit mobile version