সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে শেষে ঢোক গিলতে হল তৃণমূল (TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider)। সমাজ মাধ্যমে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করলেন তিনি। এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি বলে মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
গত শুক্রবার ঘটনার সূত্রপাত। এক বেসরকারি টিভি চ্যানেলের বিতর্কসভায় অংশ নিয়ে আর কর মেডিক্যাল কলেজে নিয়ে বিতর্কিত অভিযোগ করেন সাংসদ কাকলি। উনি নিজেও আর জি করেই প্রাক্তনী। তিনি বলেন, “ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছিল। তারা আজ প্রথিতযশা চিকিৎসক। কিন্তু কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে, কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তার থিসিস আটকে দেওয়া হবেত, এমনটা আমি ভাবতে পারিনি।“
মহিলা চিকিৎসকদের প্রসঙ্গে তৃণমূল সাংসদের মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক, সমালোচনা শুরু হয়। মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে সরব তোলে একাধিক চিকিৎসক সংগঠন। শেষ পর্যন্ত স্যোশাল মিডিয়া পোস্ট করে ক্ষমা চাইলেন সাংসদ-চিকিৎসক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কারও আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি সব সময়েই মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষেই কথা বলি।“
I am sorry for any statement made in ABP anondo talk show and apologize if my recent words have hurt anyone’s sentiments. I retract my statement. My intention has been and will always be to champion cause of well-being and rights of women.
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) September 1, 2024
ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির চিকিৎসকেরা শনিবারই বিবৃতি দিয়ে জানান, কাকলির (Kakoli Ghoshdastider) ওই মন্তব্য অসম্মানজনক। কাকলির ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফেডারেশনও। এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ জানান, বিষয়টি তাঁকে অনেক চিকিৎসক জানিয়েছেন। কুণালের মা-ও আর জি করের প্রাক্তনী। সাংসদের এই মন্তব্যে ক্ষুব্ধ কুণালের মত, কাকলি ঠিক বলেননি। তাঁর কথায়, আমার বাবা-মা দুজনেই আর জি করের প্রাক্তনী। অনেক সিনিয়র ডাক্তার এই মন্তব্যের পর ফোন করে আমাকে বলেছে, তোমার মাও তো আর জি করের ছাত্রী ছিলেন। তবে, যিনি বলেছেন, তিনিই যখন ক্ষমা চেয়ে নিয়েছেন, তখন আমি এই নিয়ে আর কোনও মন্তব্য করব না- জানান তৃণমূল নেতা।