Wednesday, December 3, 2025

রবিবারের রাজপথে মহামিছিল, চেনা-অচেনা মুখে শুধুই বিচারের দাবি

Date:

Share post:

চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় ফুঁসছে কলকাতা। সমাজমাধ্যমে তিলোত্তমাদের পথে নামার স্লোগান যে কতটা গভীরে পৌঁছেছে তার প্রমাণ মিলল ছুটির দুপুরে ভিড়ে ঠাঁসা বইপাড়া চত্বরে। পায়েপায়ে বাড়ছে ভিড়, দাবি একটাই “বিচার চাই”। তাই কলেজ স্কোয়ারের মহামিছিলে সামিল অপর্ণা সেন (Aparna Sen),সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty),স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার (Sohini Sarkar),লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), বিদিপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, ঊষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল (Choiti Ghoshal), ঊষসী রায়রা।

রয়েছেন টালিগঞ্জের অভিনেতা, পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ানরাও। রয়েছেন সোলাঙ্কি রায়, ভিভান ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, সৃজিত মুখোপাধ্যায়ও।

পা মিলিয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে এই মিছিলে হাঁটছেন। চেনা-অচেনা নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদের ছবি আর ন্যায় বিচারের স্লোগান ধ্বনিত হল আজ কলেজ স্কোয়ার থেকে মৌলালির পথে।

আর জি কর হাসপাতালে তরুণীকে ধর্ষণ- খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। প্রায় কুড়ি দিন হতে চলল কিন্তু এখনও কাউকে ধরতে পারল না কেন্দ্রীয় গোয়েন্দারা। দেশ জুড়ে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, ওড়িশাতেও বারবার এই নক্কারজনক ঘটনা ঘটছে। এবার গর্জে উঠেছে বাংলা।

‘তিলোত্তমা’ শুধু নয় এই লড়াই নারীদের সামাজিক নিরাপত্তার জন্য বলছেন অভিনেত্রী অপরাজিতা। চৈতি ঘোষাল জানান আজ পথে নামার পেছনে শুধু একটাই উদ্দেশ্য ‘জাস্টিস ফর আর জি কর’। এই মিছিলে কোনও রাজনৈতিক রং লাগাতে চান না আহ্বায়করা। তাই হাথরাস থেকে আর জি করের ঘটনার প্রতিবাদে পোস্টার ব্যানার দেখা গেছে মিছিলে। মাথায় বেগুনী পট্টি, তার উপরে সাদা রঙে লেখা ‘তিলোত্তমা’। প্রতিবাদ মিছিল থেকে ‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই’-এর মতো স্লোগান জোরালো হচ্ছে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদেরামধনু রঙের পতাকা নিয়ে মিছিলে সামিল রূপান্তরকামীরাও।


spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...